ছবি- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে।
শনিবার সকালে মমল্লপুরমের সমুদ্রসৈকত সাফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধ ঘণ্টা ধরে প্লাস্টিক-সহ নানা রকমের বর্জ্য পদার্থ কুড়িয়ে চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরের ওই সমুদ্রসৈকত পুরোপুরি পরিষ্কার করে দেন তিনি। ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অঙ্গ হিসাবেই এ দিন মমল্লপুরমের সমুদ্রসৈকত সাফ করেন প্রধানমন্ত্রী। পরিবেশকে নির্মল রাখার বার্তা দেন আপামর দেশবাসীকে। সফররত চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে চেন্নাইয়ে তাঁর দ্বিতীয় দফা বৈঠকের আগে।
এ দিন তাঁর সমুদ্রসৈকত সাফাইয়ের ভিডিয়ো পরে টুইট করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে দেখা যাচ্ছে, তিনি যেখানে উঠেছেন, সেই তাজ ফিশারম্যানস কোভ রিসর্ট অ্যান্ড স্পায়ের কাছে সমুদ্রসৈকতে যত প্লাস্টিকের বোতল বা অন্যান্য জিনিসপত্র পড়ে রয়েছে, ঘুরে ঘুরে সেই সবই কুড়িয়ে নিচ্ছেন তিনি। সমুদ্রসৈকত থেকে যা যা তিনি কুড়িয়ে পান, সেই সবই প্যাকেটে ভরে তাঁকে তুলে দিতে দেখা যায় হোটেলকর্মী জয়রাজের হাতে।
আরও পড়ুন- ‘খুবই ভাল সময় কাটিয়েছেন’, মোদী-চিনফিং-এর বৈঠকে দ্বিপাক্ষিক স্বস্তির ছবি মমল্লপুরমে
আরও পড়ুন- উহানের রেশ মমল্লপুরমেও
এ দিনই চেন্নাইয়ে সফররত চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে তাঁর দ্বিতীয় দফার বৈঠক। সকালে মমল্লপুরম সমুদ্রসৈকত থেকে প্লাস্টিক বর্জ্য কুড়নোর কিছু ক্ষণের মধ্যেই তিনি রওনা হয়ে যান চেন্নাইয়ের পথে।
Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes.
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff.
Let us ensure our public places are clean and tidy!
Let us also ensure we remain fit and healthy. pic.twitter.com/qBHLTxtM9y
Refreshing walk and exercises in Mamallapuram, along the scenic coast. pic.twitter.com/UjUq8FbVAv
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy