পশ্চিম দিল্লির একটি জুতোর কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২৪টি ইঞ্জিন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে কেউ জখম হননি বলে দমকল সূত্রে খবর।
সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগার খবর আসে। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২৪টি ইঞ্জিন। তবে তার দেড় ঘণ্টা পরও সকাল ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
পশ্চিম দিল্লির উদ্যোগ নগরের ওই জুতোর কারখানায় আগুন কীভাবে লেগেছে, তা স্পষ্ট নয় এখনও। দমকল সূত্রে খবর, আগুন নেভানোর কাজ চলছে। আপাতত কারখানার ভিতরে কেউ ভিতরে আটকে নেই বলেই মনে করছেন দমকল আধিকারিকরা।
Delhi: Fire fighting operations underway at a shoe factory in Udyog Nagar where a fire broke out this morning. 24 fire tenders are present at the spot, no casualties reported so far. pic.twitter.com/TBbGbDVMw3
— ANI (@ANI) June 21, 2021