কৃষ্ণকুমার পাণ্ডে (বাঁ দিকে), ভারত জোড়ো যাত্রায় হাঁটছেন রাহুল গান্ধী (ডান দিকে)। — ফাইল ছবি।
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে মৃত্যু হল এক নেতার। মহারাষ্ট্র সেবা দলের সাধারণ সম্পাদক ছিলেন মৃত কৃষ্ণকুমার পাণ্ডে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রচার কমিটির প্রধান জয়রাম রমেশ বলেন, ‘‘যাত্রার ৬২তম সকালে সেবাদলের সাধারণ সম্পাদক কৃষ্ণকুমার পাণ্ডে জাতীয় পতাকা হাতে ধরে আমার এবং দিগ্বিজয় সিংহের মাঝে হাঁটছিলেন। দস্তুর অনুযায়ী, কিছু ক্ষণ হাঁটার পর কৃষ্ণ জাতীয় পতাকা অন্য এক জনের হাতে তুলে দেন এবং পিছনের দিকে গিয়ে হাঁটতে থাকেন। সেই সময়ই আচমকা তিনি পড়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কৃষ্ণ এক জন প্রকৃত কংগ্রেসি ছিলেন, যিনি নাগপুরের মাটিতে দাঁড়িয়ে আরএসএসের মোকাবিলা করছিলেন। তাঁকে হারিয়ে আমরা শোকস্তব্ধ।’’
সোমবার রাতেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে প্রবেশ করেছে। মহারাষ্ট্রে মোট ৩৮২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় ১৫টি বিধানসভা এবং ৬টি লোকসভা কেন্দ্রের উপর দিয়ে যাবে যাত্রা। ১০ নভেম্বর এবং ১৮ নভেম্বর দু’টি জনসভাও করবেন রাহুল। ২০ নভেম্বর যাত্রা মধ্যপ্রদেশে প্রবেশ করবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy