Advertisement
০৫ নভেম্বর ২০২৪
maharastra

Maharashtra Politics: লোকসভায় স্বীকৃতি শিন্ডেদের, স্পিকারের নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ উদ্ধবের

শিবসেনার ১৮ জন লোকসভা সাংসদের মধ্যে ১২ জনই শিন্ডে গোষ্ঠীর অংশ হিসেবে ‘শিবসেনা’র স্বীকৃতি পেতে স্পিকার ওমের কাছে আবেদন জানিয়েছিলেন।

শিন্ডে এবং উদ্ধব।

শিন্ডে এবং উদ্ধব। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ২২:১৩
Share: Save:

মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরবেকরের মতোই একনাথ শিন্ডের গোষ্ঠীকেই ‘শিবসেনা’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এ বার সেই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল উদ্ধব ঠাকরের গোষ্ঠী।

গত ১৮ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিন শিবসেনার ১৮ জন লোকসভা সাংসদের মধ্যে ১২ জনই একনাথ শিন্ডের শিবিরের অংশ হিসেবে ‘শিবসেনা’র স্বীকৃতি পেতে স্পিকার ওমের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই সিদ্ধান্ত মেনে স্পিকার শিন্ডে গোষ্ঠীর নেতা তথা মুম্বই দক্ষিণ-মধ্য কেন্দ্রের সাংসদ রাহুল শেওয়ালেকে শিবসেনার লোকসভার নেতা হিসেবে স্বীকৃতি দেন।

উদ্ধব গোষ্ঠীর নেতা বিনায়ক রাউতের আবেদন খারিজ হয়ে যায়। একই ভাবে উদ্ধব গোষ্ঠীর রাজন বিচারের বদলে শিন্ডেসেনার ভাবনা গাওলিকে ‘শিবসেনার চিফ হুইপ’ হিসেবে স্বীকৃতি দেন স্পিকার ওম। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বিনায়ক এবং রাজন। এর আগে মহারাষ্ট্র বিধানসভাতেও শিন্ডেসেনাই স্বীকৃতি পেয়েছে ‘শিবসেনা’ হিসেবে। তা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল উদ্ধব গোষ্ঠী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE