সৌভাগ সিংহ যাদব।
গোল হয়ে বসে কয়েক জন। দাঁড়িয়ে কিছু লোক। ভিড়ের মধ্যে থেকে দর হাঁকা শুরু হল ২০ লাখ…৩০ লাখ….! কেউ আবার বলে উঠল ৪৩ লাখ। দর চড়তে চড়তে শেষে ৪৪ লাখে রফা হল। না, এটা কোনও প্রাচীন বা মূল্যবান জিনিসের নিলাম হচ্ছিল না। পঞ্চায়েত প্রধান পদের দর উঠছিল। যে যত বেশি টাকা দেবেন, তিনিই হবেন পঞ্চায়েত প্রধান পদের অধিকারী। মধ্যপ্রদেশের ভাতাউলি গ্রামে পঞ্চায়েত প্রধানকে বাছতে গ্রামবাসীরাই ওই পদের নিলাম করলেন!
বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় প্রশাসন মুখে কুলুপ এঁটেছে। এক প্রশাসনিক আধিকারিকের পাল্টা দাবি, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনেই পঞ্চায়েত প্রধান নির্বাচিত হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর জেলার ভাতাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের জন্য চার জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁদের মধ্যে টাকার অঙ্কে সকলকে হারিয়ে ৪৪ লক্ষ টাকার বিনিময়ে সৌভাগ সিংহ যাদব এই পদ জিতে নিয়েছেন।
একটি মন্দিরের সামনে প্রধান পদের নিলামের আয়োজন করেন গ্রামবাসীরা। নিলাম শুরু হয় ২১ লক্ষ টাকায়। সেই দর ক্রমে বাড়তে থাকে। এক সময় ৪৩ লাখে পৌঁছে যায়। কিন্তু সকলকে চমকে দিয়ে আরও এক লক্ষ টাকা বেশি দিয়ে ৪৪ লাখে প্রধান পদ নিজের দখলে নেন সৌভাগ। তিনি প্রধান পদ জিততেই গ্রামবাসীরা সৌভাগকে মালা পরিয়ে নতুন প্রধান হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে গ্রাম কমিটি থেকে জানিয়ে দেওয়া হয়, আগামী পঞ্চায়েত নির্বাচনে সৌভাগের বিরুদ্ধে কেউ মনোনয়ন দাখিল করতে পারবেন না। ওই কমিটি আরও জানিয়েছে, যদি ৪৪ লক্ষ টাকা দিতে ব্যর্থ হন সৌভাগ, তা হলে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রধান হিসেবে মেনে নেওয়া হবে।
Sarpanch On Auction-villagers of Bhatauli in Madhya Pradesh Elects Saubhag Singh Yadav as the sarpanch after he shelled out Rs 44 lakhs for the election, defeating four other contenders for the post in bidding! @ndtv @ndtvindia pic.twitter.com/tIeFpMSrak
— Anurag Dwary (@Anurag_Dwary) December 16, 2021
কেন এমন পন্থা বেছে নিলেন গ্রামবাসীরা? তাঁদের দাবি, এটা একটা নতুন পদ্ধতি। প্রধান পদপ্রার্থী হওয়ার জন্য যাতে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কোনও উদ্বেগ না সৃষ্টি হয়, তার জন্যই এই আয়োজন। তাঁদের আরও দাবি, প্রার্থীরা যাতে ভোটে জেতার জন্য টাকা এবং মদ গ্রামবাসীদের মধ্যে বিলি করতে না পারেন, সে কারণেও এই পদ্ধতিকে বেছে নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কী বলছে প্রশাসন? স্থানীয় প্রশাসন জানিয়েছে, গ্রামবাসীদের এই নির্বাচন পদ্ধতিকে কোনও ভাবেই স্বীকৃতি দেওয়া হবে না। যাঁরা নির্বাচনে লড়বেন, ফর্ম পূর্ণ করতে হবে তাঁদের। পঞ্চায়েত প্রধানের জন্য পূরণ করা ফর্ম যদি সঠিক মনে হয় তা হলে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হবেন। এটা যে কেউই হতে পারেন, এমনকি নিলামকারীরাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy