স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের যৌন সম্পর্ক না থাকলে সেই সম্পর্ককে ব্যভিচার বলা যায় না বলে রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। কারণ আইন অনুযায়ী ব্যভিচারের সঙ্গে শারীরিক সম্পর্কের যোগ রয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা এক ব্যক্তি পারিবারিক আদালতের নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছিলেন। হাই কোর্টে তিনি জানান, তাঁর স্ত্রী অন্য পুরুষের প্রেমে পড়েছেন। তাই তিনি খোরপোশ পাওয়ার অধিকারী নন। কিন্তু হাই কোর্ট জানিয়েছে, কেবল মানসিক সম্পর্ক থাকলে তাকে ব্যভিচার বলা যায় না। এই বিষয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার কথা উল্লেখ করেছে হাই কোর্ট। উচ্চ আদালতের মতে, এই দুই ধারা অনুযায়ীই যদি স্ত্রী ব্যভিচার করেন তবেই তাঁর খোরপোশ বন্ধ করা যায়। আর সে জন্য অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের প্রমাণ প্রয়োজন। আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতার কথায়, ‘‘ব্যভিচার এখন আর অপরাধ নয়। কেবল বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে গ্রহণযোগ্য কারণ। কিন্তু শারীরিক সম্পর্ক প্রমাণ করা অত্যন্ত কঠিন। ফলে খোরপোশ বা বিচ্ছেদ, যে কোনও ক্ষেত্রেই এই কারণের ভিত্তিতে এগোনো কঠিন হয়ে দাঁড়ায়।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)