রাস্তা ধারে ঠেলাগাড়িতে আখের রস বিক্রি হচ্ছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি অ্যাম্বুল্যান্স। পিপিই কিট পরা এক ব্যক্তি বসে রয়েছেন অ্যাম্বুল্যান্সে। অপর জন আখের রস বিক্রেতার সামনে। তাঁর মুখের মাস্ক থুতনিতে নামানো। করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুল্যান্স থেকে নেমে আখের রস খাচ্ছেন তাঁরা।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেই ভিডিয়োতে ধরা পড়েছে উপরে বর্ণিত এই দৃশ্য। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদল জেলাতে। কোভিড রোগীকে নিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যকর্মীদের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা।
ছড়িয়ে পড়া ভিডিয়োয় শোনা যাচ্ছে, এক ব্যক্তি পিপিই কিট পরিহিত স্বাস্থ্যকর্মীকে জিজ্ঞাসা করছেন, ‘‘আপনি করোনা রোগীকে নিয়ে যাচ্ছেন। আপনার মুখেই ঠিকমতো মাস্ক নেই!’’ উত্তরে পিপিই কিট পরা ব্যক্তি বলছেন, ‘‘আমার করোনা হয়নি। আমি রোগী নিয়ে যাচ্ছি। আখের রস খেয়ে চলে যাব।’’ দেখুন সেই ভিডিয়ো—
शहडोल में कुछ स्वास्थ्यकर्मी एक #कोरोना संक्रमित को लेकर खुलेआम शहर के बीच घूमते नजर आए, यही नही कोरोना संक्रमित को लेकर शहर के बीच गन्ने के जूस का आनंद लेते रहे @ndtv @ndtvindia #COVID19India pic.twitter.com/Qg07TcR6ei
— Anurag Dwary (@Anurag_Dwary) April 9, 2021
করোনা রোগী নিয়ে যাওয়ার সময় এ ভাবে মাঝপথে দাঁড়ানো যায় কি না— তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা। বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের পরিস্থিতি যখন বেসামাল। শুক্রবারও দেশে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৩২ হাজার মানুষ। মধ্যপ্রদেশে গত এক মাস ধরে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৪ হাজার ৩২৪ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত সে রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। তার মধ্যেই এই ভিডিয়ো উদ্বেগ ছড়াচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy