অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজ়ার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ক্ষমতায় আসার পর একের পর এক কড়া পদক্ষেপ করতে শুরু করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এ বার বিজেপি কর্মীর উপর হামলায় অভিযুক্তের বাড়িতে বুলডোজ়ার চালানোর নির্দেশ দিলেন তিনি। তাঁর নির্দেশ মতো বুলডোজ়ারও চলল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি।
পুলিশ সূত্রে খবর, দেবেন্দ্র ঠাকুর নামে এক বিজেপি কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। সেই হামলায় কাটা পড়েছে দেবেন্দ্রর হাত। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, রাজনৈতিক শত্রুতার জেরেই এই হামলা। গত ৩ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয় মধ্যপ্রদেশে। ওই দিনই দেবেন্দ্রর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় নিজে দেবেন্দ্রকে দেখতে যান।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ফারুখ রেইন ওরফে মিন্নি। সেই ঘটনায় পর থেকে এলাকায় একটা উত্তেজনার আবহ ছিল। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী মোহন। বিষয়টি জানার পরই তিনি অভিযুক্তের বাড়িতে বুলডোজ়ার চালানোর নির্দেশ দেন। তার পরই স্থানীয় প্রশাসন অভিযুক্তের বাড়ি ভেঙে দেয়। মুখ্যমন্ত্রী হয়ে এই প্রথম কোনও অভিযুক্তের সম্পত্তির উপর বুলডোজ়ার চালানোর নির্দেশ দিলেন মোহন।
বুলডোজ়ার চালানোর নির্দেশ প্রথম দিলেও, মুখ্যমন্ত্রী হয়েই একাধিক নিষেধাজ্ঞাও জারি করেছেন মোহন। প্রকাশ্য স্থানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা, এমনকি খোলা বাজারে মাছ-মাংস-ডিম বিক্রির উপরেও বিধিনিষেধ জারি করেছে মোহনের সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy