সংখ্যাগরিষ্ঠতার আগেই থমকাচ্ছে এনডিএ-র বিজয়রথ। ফাইল চিত্র।
ম্যাজিক ফিগার, অর্থাৎ ৫৪৩ আসনের লোকসভায় ২৭২টি আসন পাচ্ছে না কেউই। ২৭২টি আসনের থেকে অন্তত ১৫টি আসন কম পাবে বিজেপি নেতৃত্বধীন এনডিএ। অন্য দিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পাবে ১৪৬টি আসন। বিভিন্ন আঞ্চলিক দল সহ অন্যান্য দলগুলি পাবে ১৪০টি আসন। অর্থাৎ সরকার গড়ার চাবিকাঠি থাকছে ছোট দলগুলির হাতেই। এমনই বলছে ইন্ডিয়া টিভি-সিএনএক্স জনমত সমীক্ষার রিপোর্ট।
সমীক্ষাটি করা হয়েছে ডিসেম্বরের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে, অর্থাৎ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরেই। অন্যান্য দল বলতে এই সমীক্ষায় রাখা হয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তৃণমূল কংগ্রেস, বাম ফ্রন্ট, এআইএডিএমকে, তেলঙ্গানা রাষ্ট্র সমিতি, বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, আম আদমি পার্টি সহ আরও বেশ কিছু ছোট দলকে।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে রাখা হয়েছে শিরোমনি অকালি দল, শিবসেনা, জনতা দল (ইউনাইটেড), রামবিলাস পাসওয়ানের এলজেপি, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট, মিজো ন্যাশাল ফ্রন্ট সহ আরও বেশ কিছু দলকে। এখনই ভোট হলে এনডিএ প্রায় ২৫৭টি আসনের দখল নেবে বলে জানানো হয়েছে এই সমীক্ষায়।
আরও পড়ুন: মমতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দূরদূরান্তেও নেই: ডিগবাজি দিলীপ ঘোষের
অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএতে রাখা হয়েছে রাষ্ট্রীয় জনতা দল, ডিএমকে, তেলগু দেশম পার্টি, শরদ পওয়ারের এনসিপি, দেবগৌড়ার জেডিএস, অজিত সিংহের আরএলডি, ন্যাশনাল কনফারেন্স সহ আরও বেশ কিছু দলকে।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে নভেম্বর মাসেও একটি সমীক্ষা করেছিল ইন্ডিয়া টিভি-সিএনএক্স। সেই জনমত সমীক্ষায় বলা হয়েছিল সংখ্যাগরিষ্ঠতা পাবে এনডিএ। আসনসংখ্যা দেখানো হয়েছিল ২৮১। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র আসনসংখ্যা দেখানো হয়েছিল ১২৪। এক মাস পেরিয়ে অবশ্য দেখা যাচ্ছে এনডিএ-র গ্রাফ নিম্নমুখী এবং ইউপিএ-র পারফরমেন্স গ্রাফ ক্রমশ ভাল হচ্ছে।
আরও পড়ুন: কালামের চেয়ে বড় বিজ্ঞানী কেন্দ্রীয় মন্ত্রী! এ বার ‘মণিমাণিক্যে’র ছড়াছড়ি বিজ্ঞান কংগ্রেসে
শতাংশের হিসেবে এনডিএ ৩৭.১৫ শতাংশ, ইউপিএ ২৯.৯ শতাংশ এবং অন্যান্য দলগুলি প্রায় ৩২ শতাংশ ভোট পাবে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষায়। এনডিএ-র মধ্যে বিজেপি একাই পাবে ২২৩টি আসন। অন্য দিকে কংগ্রেসের ঝুলিতে যাবে ৮৫টি আসন। অর্থাৎ, ২০১৪ লোকসভা নির্বাচনের নিরিখে প্রায় দ্বিগুন হয়ে যাবে কংগ্রেসের আসন সংখ্যা।
অন্যান্য দলগুলির মধ্যে তৃণমূল কংগ্রেস ২৬টি আসন, সমাজবাদী পার্টি ২০টি, বহুজন সমাজ পার্টি ১৫টি, ওয়াইএসআর কংগ্রেস ১৯টি, তেলঙ্গানা রাষ্ট্র সমিতি ১৬টি, বিজু জনতা দল ১৩টি, এআইএডিএমকে ১০টি এবং বামফ্রন্ট আটটি আসন পেতে পারে বলে জানানো হয়েছে এই সমীক্ষায়।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ২৬টি, বিজেপি ১০টি, কংগ্রেস দু’টি এবং বামফ্রন্ট চারটি আসন পেতে পারে বলে জানানো হয়েছে এই সমীক্ষায়।
যদিও এখনই নির্বাচন হলে কী হবে, তা নিরিখেই এই সমীক্ষা। আগামী কয়েক মাসে রাজনীতির গতিপথের পরিবর্তন এলে বদলাতে পারে জনমত। সে ক্ষেত্রে পাল্টে যেতে পারে আসনের হিসেব, এমনটাই বলা হয়েছে সমীক্ষায়।
ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy