Advertisement
১৯ নভেম্বর ২০২৪

বাদ শত্রুঘ্ন, এলেন রবিশঙ্কর, জাত-সূত্রেই প্রার্থী এনডিএর

প্রত্যাশিত ভাবেই ‘কায়স্থ’ শত্রঘ্ন সিনহাকে বাদ দিয়ে পটনা সাহিবে বিজেপি আর এক ‘কায়স্থ’ নেতা, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে দাঁড় করালো। লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন না এনডিএ জোট শরিক লোক জনশক্তি পার্টির রামবিলাস পাশোয়ানও।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০৪:৫৯
Share: Save:

প্রত্যাশিত ভাবেই ‘কায়স্থ’ শত্রঘ্ন সিনহাকে বাদ দিয়ে পটনা সাহিবে বিজেপি আর এক ‘কায়স্থ’ নেতা, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে দাঁড় করালো। লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন না এনডিএ জোট শরিক লোক জনশক্তি পার্টির রামবিলাস পাশোয়ানও। পরিবর্তে হাজিপুর আসনে জোটের প্রার্থী হচ্ছেন তাঁর ভাই পশুপতি পারস। তবে বাকি কেন্দ্রীয় মন্ত্রীদের সকলকেই বিজেপি প্রার্থী করেছে। একমাত্র নওয়াদার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের কেন্দ্র বদল হয়েছে। তাঁকে বেগুসরাই আসনে প্রার্থী করেছে বিজেপি। খগরিয়া আসনটি রামবিলাসের ভাগে পড়েছে। সেখানে এখনও প্রার্থী ঠিক হয়নি।

আজ এনডিএ-র ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শরিক দল বিজেপি, জেডিইউ এবং এলজেপি যথাক্রমে ১৭, ১৭ ও ৬টি আসনে প্রার্থী দেবে বলে আগেই চূড়ান্ত হয়েছিল। আজকের যৌথ সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যাচ্ছে, বিহার রাজনীতির জাতপাতের সমীকরণকে মাথায় রেখেই জোট শরিকরা প্রার্থী বাছাই করেছে। বিজেপির ১৭ জন প্রার্থীর মধ্যে ১০ জনই উচ্চবর্ণের প্রার্থী। পাঁচ জন অনগ্রসর, এক জন অতি অনগ্রসর ও এক জন তফসিল জাতি ভুক্ত প্রার্থী।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পাশাপাশি, নীতীশ কুমারের জেডিইউ-এর প্রার্থী তালিকায় অনগ্রসর ও অতি অনগ্রসর প্রার্থীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ছ’জন করে মোট ১২ জন প্রার্থী এই দুই জাতি-গোষ্ঠীর মানুষ। এ ছাড়া উচ্চবর্ণের ২ জন, তফসিল জাতিভুক্ত ২ জন প্রার্থী রয়েছে নীতীশের তালিকায়। রয়েছেন এক জন মুসলিম প্রার্থীও। কিষাণগঞ্জে জেডিইউ মেহমুদ আসরফকে প্রার্থী করেছে। গয়ায় নীতীশ তাঁর ‘প্রাক্তন সহকর্মী’ জিতনরাম মাঁঝির বিরুদ্ধে মুশাহার সম্প্রদায়ের বিজয় মাঁঝিকে দাঁড় করিয়েছেন। তবে রামবিলাসের লোক জনশক্তি পার্টির প্রার্থী তালিকায় পরিবারতন্ত্রের রমরমা। তাঁর ভাগে ৬টি আসনের মধ্যে তিনটি আসনই ছেলে ও দুই ভাইকে বন্টন করেছেন তিনি। হাজিপুরে পশুপতি পারস ছাড়াও সমস্তিপুরে লড়বেন আর এক ভাই রামচন্দ্র পাশোয়ান এবং সাংসদ পুত্র চিরাগ লড়বেন জামুই আসন থেকে। উল্লেখ্য, এই তিনটি আসনই তফসিল জাতির জন্য সংরক্ষিত আসন।

আজকের প্রার্থী তালিকা অনুযায়ী, বিজেপি মধুবনীতে প্রাক্তন সাংসদ হুকুমদেব নারায়ণ যাদবের ছেলে অশোক যাদবকে প্রার্থী করেছে। দ্বারভাঙায় তাদের সাংসদ ছিলেন কীর্তি আজাদ। তিনি কংগ্রেসে যোগ দেওয়ায় প্রার্থী করা হয়েছে গোপালজি ঠাকুরকে। সাধারণ ভাবে বাকি আসনে জেতা সাংসদদের বদল করেনি বিজেপি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy