Advertisement
২১ জানুয়ারি ২০২৫

সি-ভোটার সমীক্ষায় এগিয়ে মোদী, কিন্তু ম্যাজিক ফিগারের নীচে থাকছে এনডিএ

ম্যাজিক ফিগার ২৭২। সমীক্ষা বলছে, গত বারের থেকে ৬০টি আসন কমে, বিজেপি এ বার একা পেতে পারে ২২২। আর এনডিএ-র বাকি শরিকদের মিলিয়ে ২৬৭। কংগ্রেস-সহ ইউপিএ পেতে পারে ১৪২। তৃণমূল, বাম, এসপি, বিএসপি বা আপ-এর মতো দুই জোটের বাইরের দলগুলি পেতে পারে মোট ১৩৪টি আসন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ০৪:২৭
Share: Save:

বৃহস্পতিবার প্রথম দফার ভোট শুরু হচ্ছে দেশে। প্রচার চলছে পুরোদমে। এই পরিস্থিতিতে সি-ভোটারের সর্বশেষ সমীক্ষার ফলে ভোটপ্রাপ্তির হার ও সম্ভাব্য আসন সংখ্যায় বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট। মার্চের প্রথম দিন থেকে এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি মানুষের মতামত যাচাই করে সি-ভোটার জানাচ্ছে, সরকার গড়ার খুব কাছাকাছি এসে পৌঁছচ্ছেন নরেন্দ্র মোদী। দেশের মোট ৫৪৩টি আসনের মধ্যে সরকার গড়তে যেখানে ২৭২টি আসন দরকার, শরিকদের নিয়ে মোদীর জোট এনডিএ ২৬৭টি আসন পেতে পারে। মোট ভোটের ৪১.৩ শতাংশ ভোট পেতে পারে এই জোট।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৩০.৭ শতাংশ ভোট পেলেও সমীক্ষা অনুসারে বড় জোর ১৪২টি আসন পেতে পারে তারা। তৃণমূল, বাম, এসপি, বিএসপি বা আপ-এর মতো দুই জোটের বাইরের দলগুলি পেতে পারে ১৩৪টি আসন। মোট ভোটের ২৭.৪ শতাংশ ভোট পেতে পারে এই দলগুলি। ইতিহাস বলছে, এই সব সমীক্ষা অনেক সময়ে একেবারেই মেলে না। রাজনৈতিক দলগুলোও এই সমীক্ষাকে গুরুত্ব দেয় না। তবে এই সমীক্ষায় জনমতের একটা প্রতিফলন পড়ে বলে মনে করা হয়। সি-ভোটারের দাবি, এক মাসেরও বেশি সময়ে দেশের বিভিন্ন অংশের ৪৫,১৩৪ জন ভোটারের সঙ্গে কথা বলে তারা এই সমীক্ষার ফলাফল তৈরি করেছে।

গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। এ বার অমিত শাহের দল ৬০টি আসন খুইয়ে ২২২টি পেতে পারে বলে সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে। শিবসেনা-সহ এনডিএ-র অন্য শরিকদলগুলি ৪৫টি আসন পেতে পারে বলে জানাচ্ছে সি-ভোটারের সমীক্ষা। অন্য দিকে ২০১৪-র নির্বাচনে কংগ্রেসের ৪৪টি আসন এ বার অনেকটা বাড়লেও রাহুল গাঁধীর দল তিন অঙ্কে পৌঁছতে পারছে না বলে ধারণা করছে সমীক্ষাটি। ইউপিএ-র শরিক দলগুলি ৫১টি পেলেও কংগ্রেসের আসন ৯১টি-র বেশি বাড়ছে না বলে সি-ভোটারের পূর্বাভাস। তবে কংগ্রেস জোট ৩০.৭ শতাংশ ভোট পেতে পারে বলে জানিয়েছে সমীক্ষা।

দেশের সব চেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে অখিলেশ যাদব ও মায়াবতীর মহাজোটের কাছে অমিত শাহের দল বেশ কিছু আসন খোয়াতে পারে বলে সি-ভোটারের সমীক্ষায় উঠে এসেছে। গত নির্বাচনে এই রাজ্যে ৮০টির মধ্যে ৭৩টি-ই পেয়েছিল বিজেপি ও তাদের শরিকেরা। এ বার তা ৩২-এ দাঁড়াতে পারে। মহাজোট পেতে পারে ৪৪টি আসন। আলাদা লড়ে কংগ্রেস উত্তরপ্রদেশে ৪টি আসন পেতে পারে বলে সমীক্ষার ফলে উঠে এসেছে। আবার বিহারে রামবিলাস-নীতীশের সঙ্গে বিজেপির জোট ৪০টির মধ্যে ৩৪টি আসন পেতে পারে। লালু ও কংগ্রেস জোট পেতে পারে ৬টি। গুজরাতেও ২৬টির মধ্যে ২৪টি পেতে পারে বিজেপি। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি হারলেও কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচনে ২৯টির মধ্যে ২৩টি আসন পেতে পারে এনডিএ। মহারাষ্ট্রেও ৪৮টির মধ্যে ৩৫টি পাওয়ার সম্ভাবনা এনডিএ-র। ইউপিএ এ রাজ্যে পেতে পারে ১৩টি আসন। দিল্লিতে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বিপুল ভাবে জিতলেও লোকসভায় তারা কোনও আসন পাচ্ছে না বলেই এই সমীক্ষার অনুমান। ৭টি আসনই জিততে পারে এনডিএ। আবার পঞ্জাবে ১৩টি আসনের মাত্র একটি মোদীর জোট জিততে পারে বলে পূর্বাভাস মিলছে। বাকি ১২টি পেতে পারে ইউপিএ।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 C-Voter Survey Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy