গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘের। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার ঘটনা। সোমবার সকালে বিজয়ওয়াড়া জাতীয় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় জখম হয় সেটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহত অবস্থায় প্রায় এক ঘণ্টা রাস্তায় পড়েছিল প্রাণীটি। কিন্তু ভয়ে তার আশপাশে কেউ যায়নি। শেষে মৃত্যু হয় তার।
বন দফতরের তরফে জানানো হয়েছে, সঠিক সময়ে দুর্ঘটনার বিষয়ে তাদের খবর দেওয়া হয়নি। যখন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, তখন চিতাবাঘটির মৃত্যু হয়েছে। একটি কাপড়ে জড়িয়ে দেহ তুলে নিয়ে যান বনকর্মীরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে গাড়িটি ধাক্কা দিয়েছিল চিতাবাঘটিকে, সেটির খোঁজ মেলেনি। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির খোঁজ চালাচ্ছে।
আরও পড়ুন:
চলতি মাসের শুরুতে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একটি চিতাবাঘের। মেরঠ জেলার কাশী টোল প্লাজ়ার কাছে ওই ঘটনা হয়েছিল। ২০২৩ সালে গাজ়িয়াবাদে একই ঘটনা ঘটেছিল। গাড়ির ধাক্কায় চিতাবাঘের জখম হওয়ার ঘটনাও কম নয়। বন দফতর এই নিয়ে বার বার চালকদের সতর্ক করেছে। জঙ্গলের রাস্তায় কম গতিতে গাড়ি ছোটাতে বলেছে। যদিও তার পরেও দুর্ঘটনা কমেনি।