Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Assam

Police Firing: প্রাক্তন ছাত্রনেতার পায়ে গুলি পুলিশের

শনিবার সন্ধ্যার এই ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে৷

প্রাক্তন ছাত্রনেতা কীর্তিকমল বরা৷

প্রাক্তন ছাত্রনেতা কীর্তিকমল বরা৷ ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ০৯:০৫
Share: Save:

নগাঁওয়ে পুলিশের গুলিতে জখম হলেন প্রাক্তন ছাত্রনেতা কীর্তিকমল বরা৷ গুরুতর জখম অবস্থায় তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন৷

এই ঘটনায় রাজ্য জুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের জন্য এক সদস্যের কমিশন গঠন করেছেন৷ অতিরিক্ত মুখ্যসচিব পবনকুমার বরঠাকুরকে তদন্ত করে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে, মাদক বিরোধী অভিযানের সময় কীর্তি তল্লাশি এড়িয়ে যেতে তাদের উপরে হামলা চালান৷ বাধ্য হয়েই কর্তব্যরত পুলিশ তাঁর পায়ে গুলি করে৷

শনিবার সন্ধ্যার এই ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে৷ নগাঁও মহাবিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক কীর্তিকমলের পরিবারের সদস্যেরা অভিযোগ করেন, তাঁর কোনও দোষ ছিল না৷ নগাঁওয়ে পুলিশ দুই যুবককে বেধড়ক পেটাচ্ছিল৷ ওই পথেই অসুস্থ মায়ের ওষুধ আনতে যাচ্ছিলেন কীর্তি৷ তিনি তখন এমন মারপিটের কারণ জানতে চেয়েছিলেন পুলিশের কাছে৷ পুলিশ তাঁর উপরেই চড়াও হয়৷ শুরু করে মারধর৷ পরে এক পুলিশকর্মী খুব কাছ থেকে তাঁর ডান পায়ে এক রাউন্ড গুলি চালায়৷

দাবি করা হয়েছে, খবর পেয়ে তাঁর পরিচিত জনেরাই ছুটে যান৷ তাঁকে প্রথমে নগাঁও সিভিল হাসপাতালে ও পরে গুয়াহাটি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷

মেডিক্যালের অধ্যক্ষ অভিজিৎ শর্মা জানান, তাঁর ডান পায়ে গুলি লেগেছে৷ ভেঙেও গিয়েছে৷ হাত, মাথা ও কপালে চোট লেগেছে৷ কিন্তু প্রথা অনুযায়ী কোভিড টেস্ট করাতেই তিনি পজ়িটিভ বলে শনাক্ত হয়েছেন। তাই তাঁকে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে৷ গুলির ক্ষতস্থানে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও অধ্যক্ষ জানান৷

অন্য বিষয়গুলি:

Assam Student Leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy