Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Hypersonic

Kim Jong-un: কিমের উপস্থিতিতে ফের দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

হাইপারসনিক-এর অর্থ শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন। প্রতি সেকেন্ডে এক মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র।

কিমের নয়া হাতিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

কিমের নয়া হাতিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
পিয়ংইয়ং শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৫:৩১
Share: Save:

দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’র দাবি করল উত্তর কোরিয়া। সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে দাবি, মঙ্গলবার রাষ্ট্রপ্রধান কিম জং উনের উপস্থিতিতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় ১,০০০ কিলোমিটার (৬২১ মাইল) দূরে সাগরে ভাসমান লক্ষ্যবস্তুতে নির্ভুল ভাবে আঘাত করতে সক্ষম হয়।

নতুন বছরের প্রথম দু’সপ্তাহে তিন বার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করল উত্তর কোরিয়া। এর আগে গত ৫ এবং ৬ জানুয়ারিও সফল ভাবে আধুনিক এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করা হয়েছিল সে দেশের সরকারি সংবাদমাধ্যমে। হাইপারসনিক-এর অর্থ শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন। মাইলের এককে ধরলে প্রতি সেকেন্ডে এক মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে এই হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র।

গত বছরের অগস্টে চিন মহাকাশে এমনই একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে বলে আমেরিকার একটি সামরিক নজরদারি সংস্থাকে উদ্ধৃত করে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল। যদিও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের বিষয়ে চিনের সরকার কিছু জানায়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, চিনের সাহায্যেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানিয়েছেন কিম।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE