কাশ্মীরি পণ্ডিত খুনের দায় স্বীকার। ফাইল ছবি।
জম্মু-কাশ্মীরের সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিত পুরাণকৃষাণ ভট্টকে খুনের দায় নিল কাশ্মীর ফ্রিডম ফাইটার (কেএফএফ) সংগঠন। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেলারেল সুজিত কুমার এ কথা জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, এই নামের আড়ালে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চালায় এই সংগঠনটি।
শনিবার সকালে বাড়ির সামনেই পুরাণকৃষাণকে গুলি করে জঙ্গিরা। কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়, সোপিয়ানের চৌদারি গুণ্ড এলাকায় বাগিচায় যাচ্ছিলেন পুরাণকৃষাণ। তখন তাঁকে নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাড়ি থেকে বার হয়েছিলেন পুরাণকৃষাণ। পিছন থেকে তাঁকে গুলি করে জঙ্গিরা। পেশায় ব্যবসায়ী পুরাণকৃষাণের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুরাণকৃষাণের মৃত্যুর খবর পাওয়ার পরই পথে নামেন উপত্যকার কাশ্মীরি পণ্ডিতরা। জম্মু-আখনুর রোড অবরোধ করেন। পুরাণকৃষাণের খুনের ঘটনায় সরব হয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা। ঘটনার খবর পেয়ে পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি জঙ্গিদের কার্যকলাপের তীব্র নিন্দাও করেন মনোজ।
Attack on Puran Krishan Bhat by terrorists in Shopian is a dastardly act of cowardice. My heartfelt condolences to bereaved family. I assure the people that the perpetrators and those aiding and abetting terrorists will be severely punished.
— Manoj Sinha (@manojsinha_) October 15, 2022
এ বারই প্রথম নয়। এর আগে ১৬ অগস্ট দক্ষিণ কাশ্মীরের এই সোপিয়ানেই জঙ্গিরা খুন করেছিল এক কাশ্মীরি পণ্ডিতকে। জঙ্গিদের গুলিতে আহত হয়েছিলেন তাঁর পরিবারের আর এক সদস্য। চিতপোরার আপেল বাগিচায় ঢুকে দুই কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এক জন ঘটনাস্থলেই মারা যান। তার আগে এ বছর জুনেও এক কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছিল জঙ্গিরা। মে মাসে দক্ষিণ কাশ্মীরেরই কুলগাঁওতে খুন হয়েছিলেন পেশায় শিক্ষিকা এক মহিলা কাশ্মীরি পণ্ডিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy