উদ্যাপন: শিলচর মেডিক্যাল কলেজে রবিবার। নিজস্ব চিত্র
কোভিড অতিমারির কারণে সমাবেশ, জমায়েত নিষিদ্ধ থাকায় শিলচরে কার্গিল বিজয় দিবস তেমন ভাবে উদযাপন করা যায়নি। তবে ব্যতিক্রম শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ড৷ আট জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আজ ইউনিটে ইউনিটে ঘুরে করোনা আক্রান্তদের দেশাত্মবোধক গান শোনান৷ পিপিই কিট পরে তাঁদের সঙ্গে গলা মেলান ওয়ার্ডে কর্মরত সাফাই কর্মীরাও৷ রোগীরাও নেচে-গেয়ে মুহূর্তটি বেশ উপভোগ করেন৷
কলেজের উপাধ্যক্ষ ভাস্কর গুপ্ত বলেন, এই সময়ে তাঁদের কোভিড ওয়ার্ডে ২২১ জন চিকিৎসাধীন৷ তাঁদের মধ্যে প্রসূতি বিভাগের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন ১৮ জন৷ শুধু সেখানে অনুষ্ঠান হয়নি৷ মূল কোভিড ওয়ার্ডে রয়েছেন ১৫১ জন পুরুষ, ৪৬ জন মহিলা ও ৬টি শিশু৷ প্রায় সকলেই লতা মঙ্গেশকরের 'এ মেরে ওয়তন কে লোগোঁ' গানে গলা মেলান৷ তরুণী রোগীরা এসে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন৷ দু’-এক ইউনিটে রোগীরা এগিয়ে গিয়ে মাইক্রোফোন হাতে তুলে নেন৷
শিলচর গুরুচরণ কলেজের এক শিক্ষক সস্ত্রীক পজ়িটিভ হয়ে সেখানে চিকিৎসাধীন৷ দু’দিন আগে তিনি ওয়ার্ডের শৌচালয়ের অপরিচ্ছন্নতার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিলে কলেজ কর্তৃপক্ষ বিব্রত বোধ করেন৷ আজ তিনিই বললেন, “একটা দম বন্ধ করা অবস্থা থেকে কিছু ক্ষণের জন্য তো রেহাই মিলল! এ-ই বা কম কিসে!”
আরও পড়ুন: ফের অধিবেশন ডাকার প্রস্তাব গহলৌতের
ভাস্করবাবু বললেন, “এটাই চাইছিলাম আমরা৷ গান-বাজনা করলে বা না-করলে করোনা চিকিৎসার ফারাক ঘটবে না৷ কিন্তু আমাদের ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা রোগীদের কিছুটা আনন্দ দিতে পেরেছেন, এটাই বেশ৷”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy