Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Kangana Ranaut

ঊর্মিলা সফ্‌ট পর্ন নায়িকা! কঙ্গনার মন্তব্যে ঝড় 

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বলিউডের মাদক যোগ নিয়ে তদন্ত যতই এগোচ্ছে, বিষয়টি নিয়ে নামী শিল্পীদের তরজা ততই সামনে আসছে।

মাদক সেবন নিয়ে তর্জায় ঊর্মিলা-কঙ্গনা। ফাইল চিত্র।

মাদক সেবন নিয়ে তর্জায় ঊর্মিলা-কঙ্গনা। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪১
Share: Save:

প্রায় প্রতিদিনই বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। অভিনেত্রী কঙ্গনা রানাউতের সর্বশেষ নিশানায় বলিউডের আর এক নায়িকা ঊর্মিলা মাতণ্ডকর। ‘রঙ্গিলা’ ছবির নায়িকাকে ‘সফ্‌ট পর্ন অভিনেত্রী’ হিসেবে তুলে ধরে এ বার বিতর্কে কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হতেই রানাউতের পাল্টা, এক দিন এই ঊর্মিলাই তাঁকে ‘পতিতা’ বলেছিলেন।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বলিউডের মাদক যোগ নিয়ে তদন্ত যতই এগোচ্ছে, বিষয়টি নিয়ে নামী শিল্পীদের তরজা ততই সামনে আসছে। মাদক বিতর্কে বলিউডকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিনেত্রী জয়া বচ্চন সংসদে মুখ খোলার পরেই তাঁকে পাল্টা আক্রমণ করেন কঙ্গনা। যে ভাষায় তিনি জয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন, তার প্রতিবাদ করে ঊর্মিলা বলেন, ‘‘কঙ্গনা যখন জন্মাননি, তখন বলিউডে নায়িকা হয়েছেন জয়া বচ্চন। আজ তিনি নিজেই এক জন আইকন। জয়ার মতো অভিনেত্রীকে আক্রমণ কোন সংস্কৃতির অঙ্গ?’’ টুইটারে কঙ্গনার ভাষা ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন ঊর্মিলা। বলেন, ‘‘সংস্কৃতিমনস্ক পরিবারের কোনও মহিলা এমন ভাষায় কথা বলেন?’’ বৃহন্মুম্বই পুরসভার তরফে কঙ্গনার অফিসের একাংশ ভেঙে দেওয়া ঠিক হয়নি বলে মনে করলেও অভিনেত্রীকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ায় আপত্তি রয়েছে ঊর্মিলার। তাঁর মন্তব্য, ‘‘কঙ্গনার রাজ্য হিমাচল মাদক সেবনের আখড়া। তাঁর উচিত আগে সেই সমস্যার সমাধান করা।’’

এর পরেই একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ঊর্মিলাকে ‘সফট পর্ন অভিনেত্রী’ বলেন কঙ্গনা। বলেন, ‘‘ঊর্মিলা একজন সফট পর্ন স্টার। অভিনয় দক্ষতার জন্য ঊর্মিলা বিখ্যাত নন। তা হলে উনি কেন বিখ্যাত? সফট পর্ন সিনেমায় অভিনয় করার জন্য। সেও যদি ভোটের টিকিট পেতে পারে, আমিও পারি।’’ মুম্বইয়ে কংগ্রেসের টিকিটে ঊর্মিলা গত লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। ঊর্মিলার পাশে দাঁড়ান স্বরা ভাস্কর, পূজা ভট্টের মতো তারকারা। স্বরার টুইট, ‘‘এখনও রঙ্গিলা, সত্য, মাসুম-এর মতো সিনেমায় ঊর্মিলার কাজ আমাকে অবাক করে।’’ সোশ্যাল মিডিয়ায় এক মহিলা ঊর্মিলা সম্পর্কে কঙ্গনার মন্তব্যের প্রতিবাদ করেন। ওই মহিলার উদ্দেশে কঙ্গনার টুইট, ‘‘ঊর্মিলা যখন আমাকে রুদালি আর পতিতা বলেছিল, তখন আপনার নারীবাদ কোথায় ছিল?’’ মিনিট কয়েক পরে সানি লিওনির প্রশংসা করেও টুইট করেন কঙ্গনা। লেখেন, ‘‘সানিকে বলিউডই শুধু নয়, গোটা ভারত শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছে।’’

আরও পড়ুন: কৃষি-সংস্কারে আপত্তি, পদত্যাগ হরসিমরতের

কঙ্গনা যখন টেলিভিশন সাক্ষাৎকারে ঊর্মিলাকে ‘সফট পর্ন অভিনেত্রী’ হিসেবে তুলে ধরছেন, তখন মহিলা অ্যাঙ্করের মুখে হাসি দেখা গিয়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়ে ঊর্মিলা বলেছেন, ‘‘ভারতে নয়া নারীবাদ এসে গিয়েছে। মনে হচ্ছে, সব কিছু ছেড়ে এর জন্য আমাদের রাস্তা করে দেওয়া উচিত।’’ তিনি জানান, তাঁকে নিয়ে কঙ্গনার মন্তব্যে জাতীয় মহিলা কমিশন কী পদক্ষেপ করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন। দুই অভিনেত্রীর তরজার মধ্যেই আর এক অভিনেত্রী রাকুল প্রীত সিংহ দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর মাদক যোগ রয়েছে বলে যে খবর সামনে এসেছে, তার প্রতিবাদ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাকুল।

অন্য বিষয়গুলি:

Kangana Ranaut Urmila Matondkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy