আগেও তামিল রাজনীতিতে রজনীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন কমল। ছবি: সংগৃহীত।
রাজনৈতিক মতাদর্শের মিল হলে প্রয়োজনে রজনীকান্তের সঙ্গে হাত মেলাতে রাজি তিনি। মানুষের স্বার্থে নিজের সমস্ত অহং বিসর্জন দিয়ে তাঁর সঙ্গে সহযোগিতা করতেও বাধা নেই তাঁর। মঙ্গলবার ফের জানালেন দক্ষিণী সিনেমার সুপারস্টার কমল হাসন।
এই প্রথম নয়, এর আগেও তামিল রাজনীতিতে রজনীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন কমল। তবে এ নিয়ে রজনীর সিদ্ধান্তও জরুরি বলে মনে করেন তিনি। মঙ্গলবার কমলের ইঙ্গিতপূর্ণ টুইট, ‘এ নিয়ে রজনীকে কথা বলতে দিন। প্রয়োজন হলে আমরা পরস্পরকে সাহায্য করব... মানুষের স্বার্থে সমস্ত অহং ছেড়ে সহযোগিতার হাত বা়ড়াব। আমরা আগেও বলেছি... এটা নতুন করে কিছু বলার নেই’।
কমলের এই ইচ্ছায় রজনীর সম্মতি মিললে তা সাম্প্রতিককালে তামিল রাজনীতির সবচেয়ে বড় ঘটনা হবে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। সেই সঙ্গে জয়ললিতা এবং করুণানিধির মৃত্যুর পর তামিল রাজনীতিতে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা-ও অনেকটাই পূরণ হবে বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: কেরলে পুরসভা, পঞ্চায়েত ভোটে অনেকটাই এগিয়ে এলডিএফ
আরও পড়ুন: নারী সুরক্ষা কেন্দ্রে গর্ভপাত! যোগী রাজ্যে অভিযোগ ‘লভ জেহাদ’-এ ধৃত মহিলার
রাজনীতির আঙিনায় দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার আদৌ জুটি বাঁধবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে কমলের মতোই তাঁর সঙ্গে হাত মেলানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন রজনীও। গত নভেম্বরে তিনি বলেছিলেন, ‘‘তামিলদের উন্নয়নের স্বার্থে যদি তেমন পরিস্থিতি তৈরি হয়, তা হলে কমল হাসনের সঙ্গে হাত মেলাব’’। যদিও জুটির বাঁধার পথে প্রতিবন্ধকতা কম নয়। রজনীর সঙ্গে হাত মেলানোর ইচ্ছা থাকলেও কমলের মন্তব্য, ‘‘(কিন্তু) রাজনৈতিক আদর্শ নিয়ে (দলীয় মতাদর্শ হিসেবে রজনীর ধর্মীয় রাজনীতির প্রতিশ্রুতি) তাঁর (রজনীর) এককথাতেই রাজি হতে যেতে পারি না। এ নিয়ে ওঁরা বিশদে ব্যাখ্যা দিক, তার পর কথা বলব।’’ কমলের কথায়, ‘‘রাজনীতিতে কেন এসেছি, তা আগেও জানিয়েছি। আমরা পরিবর্তন চাই। রজনীকান্তও সে কথা বলেছেন।’’ তবে প্রতিবন্ধকতা সত্ত্বেও রজনীর সঙ্গে জোট বাঁধা যে মাত্র একটা ফোনকলেই হতে পারে, তা-ও টুইটারে জানিয়েছেন কমল।
আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে ওই রাজ্যে নির্বাচনী জোটসঙ্গীর খোঁজে রয়েছে বিভিন্ন দল। ইতিমধ্যেই সেই নির্বাচনে নামার ইঙ্গিত দিয়েছেন রজনী। এই আবহে মক্কল নিধি মইয়ম দলের প্রধান কমলের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘জোট ভাঙা-গড়া চলতেই থাকবে।’’ তবে লাখটাকার প্রশ্ন, কমল-রজনী কি সেই নির্বাচনে একসঙ্গে লড়বেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy