নুথলাপতি ভেঙ্কট রমনা।
দেশের প্রধান বিচারপতি পদে নুথলাপতি ভেঙ্কট রমনাকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সুপ্রিম কোর্টের অভিজ্ঞ এবং বর্ষীয়ান বিচারপতি রমনা। অভিজ্ঞতার নিরিখেই দেশের প্রধান বিচারপতি পদে তাঁর নাম প্রস্তাব করেছিলেন বর্তমান প্রধান বিচারপতি এসএ বোবদে। আগামী ২৩ এপ্রিল অবসর নেবেন বোবদে। তারপর ২৪ এপ্রিল দেশের ৪৮তম প্রধান বিচারপতি পদে দায়িত্ব নেবেন রমনা।
রমনা দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন আগামী ১৬ মাস। গত একদশকে এত দীর্ঘ সময় ধরে প্রধান বিচারপতির পদে ছিলেন না কেউ। এর আগে ২০১০-এর মে মাস থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন প্রয়াত বিচারপতি এসএইচ কাপাডিয়া। রমনা অবসর নেবেন ২০২২-এর ২৬ আগস্ট।
অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রমনার জন্ম ১৯৫৭ সালের ২৭ অগস্ট কৃষ্ণা জেলার পোন্নাভরম গ্রামে। ১৯৮৩ সালের ১০ ফেব্রুয়ারি আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন রমনা।
Justice NV Ramana appointed as the next Chief Justice of India. pic.twitter.com/zsP9EG3fPR
— ANI (@ANI) April 6, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy