বাংলায় টুইট মোদীর। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক মমতারও। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
দেশের ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে মঙ্গলবার। স্থানীয় ভাষায় টুইট করে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে ভোট দেওয়ার আহ্বান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
তামিল, মালয়ালম, বাংলা, অসমিয়া এবং ইংরেজি ভাষায় টুইটে মোদী ভোটারদের উদ্দেশে লিখেছেন, বিপুল সংখ্যায় ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন। মঙ্গলবার তৃতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে। বাংলা এবং ইংরেজিতে টুইট করে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছেন মমতাও।
সকাল ৭টা থেকেই ভোট শুরু হয় পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গ তৃতীয় দফা ও অসমে তৃতীয় এবং শেষ দফার ভোট হলেও দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফাতেই ভোট সম্পন্ন হবে মঙ্গলবার।
Elections are taking place in Assam, Kerala, Puducherry, Tamil Nadu and West Bengal. I request the people in these places to vote in record numbers, particularly the young voters.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন - নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2021
My appeal to the Maa-Mati-Manush of Bengal - Do exercise your democratic right to vote. Come out in large numbers and vote today.
সকাল সাতটা নাগাদই পরপর ছ’টি টুইট করেন মোদী। বাংলা টুইটে মোদী লেখেন, ‘পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গণতন্ত্রকে আরও শক্তিশালী করুন’!
মমতা তাঁর টুইটে লিখেছেন, ‘বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন ভোট দিন। সকাল সকাল ভোট দিন’।
আজি যিহেতু অসমৰ তৃতীয় তথা অন্তিম পৰ্যায়ৰ নিৰ্বাচন আৰম্ভ হৈছে, আজি ভোটগ্ৰহণ হ'বলগীয়া আসনসমূহৰ বাবে বৃহৎ সংখ্যাত ভোটদান কৰিবলৈ মই আটাইকে অনুৰোধ জনাইছো।
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
കേരളത്തിലെ ജനങ്ങളോട്, പ്രത്യേകിച്ചു് സംസ്ഥാനത്തെ യുവാക്കളോടും ആദ്യമായി വോട്ട് ചെയ്യുന്നവരോടും റെക്കോർഡ് എണ്ണത്തിൽ വോട്ടുചെയ്യാൻ ഞാൻ അഭ്യർത്ഥിക്കുന്നു.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy