Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
Manmohan Singh

মনমোহনকে শ্রদ্ধায় স্মরণ বাইডেনের

দীর্ঘ বিবৃতিতে বাইডেন আরও জানিয়েছেন, ২০০৮ সালে সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান থাকাকালীন মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর প্রথম আলাপ।

জো বাইডেন।

জো বাইডেন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৫
Share: Save:

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের চিরবিদায়ের পর তাঁকে স্মরণ করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট। হোয়াইট হাউস থেকে কয়েক সপ্তাহের মধ্যেই বিদায় নেবেন জো বাইডেন। তার আগে একটি লম্বা বিবৃতি দিয়ে তিনি বলেছেন, ‘‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক সাহসের জন্যই ভারত ও আমেরিকার মধ্যে অভূতপূর্ব সহযোগিতা আজ সম্ভব হয়েছে। প্রথম কোয়াডের বৈঠকও তাঁর জন্যই সম্ভব হয়েছে। দু’দেশের বর্তমান সম্পর্কের মজবুত ভিত নির্মাণে মনমোহন সিংহের অবদান অনস্বীকার্য। তাঁর করা প্রতিটি পদক্ষেপ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি একজন সত্যিকার রাষ্ট্রনেতা ছিলেন।’’

দীর্ঘ বিবৃতিতে বাইডেন আরও জানিয়েছেন, ২০০৮ সালে সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান থাকাকালীন মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর প্রথম আলাপ। পরের বছর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ভারত সফরে ফের দুই রাষ্ট্রনেতার বৈঠক হয়। সেই প্রসঙ্গ তুলে বাইডেন বলেন, ‘‘২০১৩ সালে নয়াদিল্লিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মনমোহন। সেই সফরে দু’দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের বৈঠক হয়। কোন পথ অবলম্বন করলে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে, সেই বিষয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছিল।’’

মনমোহনের প্রয়াণের পর বিদেশ থেকে শোকের প্রকাশ অব্যাহত। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল শনিবার দিল্লির নিগমবোধ ঘাটে তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টির সময় প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁকে সম্মান জানিয়ে, মরিশাসের প্রধানমন্ত্রীর কার্যালয় জনসাধারণকে জানিয়েছে যে শনিবার সূর্যাস্ত পর্যন্ত সমস্ত সরকারি ভবনে মরিশাসের পতাকা অর্ধনমিত থাকবে। সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন ওং বলেছেন, সিঙ্গাপুরের হাই কমিশন মনমোহন সিংহের প্রতি ‘গভীর শ্রদ্ধা প্রদর্শন হিসাবে’ সিঙ্গাপুরের পতাকা অর্ধনমিত করেছে। এর আগে আমেরিকা, কানাডা, ফ্রান্স, রাশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মলদ্বীপ, মরিশাস, নেপাল, চিন এবং মালয়েশিয়া-সহ বিশ্বের নেতারা মনমোহনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও মনমোহনকে শ্রদ্ধা জানিয়েছেন।

অন্য বিষয়গুলি:

Joe Biden america
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy