থানার ভিতরেই মত্ত হয়ে নাচ পুলিশকর্মীদের। ছবি: টুইটার।
হোলির দিন থানার ভিতরেই মত্ত হয়ে নাচগান করছিলেন পাঁচ পুলিশকর্মী। তাঁদের এই গোপন কীর্তির কথা হয়তো কেউ টের পেত না। কিন্তু সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গেল নাচের সেই ভিডিয়ো। তড়িঘড়ি ৫ জনকে সাসপেন্ড করে মুখরক্ষা করছে ঝাড়খণ্ড পুলিশ।
গত বুধবার ঝাড়খণ্ডের গোড্ডা জেলার মহাগামা থানায় এই ঘটনাটি ঘটে। থানার মধ্যেই রং মেখে, গান চালিয়ে নাচ করতে শুরু করেন পাঁচ জন। এই ঘটনা নিয়ে হইচই শুরু হতেই বিভাগীয় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ওই পাঁচ জন যে অন্যায় করেছেন এবং নিয়মভঙ্গ করেছেন, তা প্রমাণিত হয়। স্থানীয় এসপি নাথু সিংহ মিনা পাঁচ জনকে সাসপেন্ড করার নির্দেশ দেন। পাঁচ জনের মধ্যে ৩ জন কনস্টেবল, ২ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে হাতে মদের গ্লাস নিয়ে নাচ করছেন ওই ৫ জন পুলিশকর্মী।
এই ঘটনায় রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়েছে। ঘটনাটির ভিডিয়ো শেয়ার করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনের কড়া সমালোচনা করেন। হেমন্তের শাসনে রক্ষকদের অবস্থা দেখে ঝাড়খণ্ডের যুব সম্প্রদায়ের জেগে ওঠা উচিত বলে দাবি করেন বাবুলাল। অন্য দিকে শাসকদল জেএমএমের দাবি, দোষ প্রমাণিত হতেই ৫ পুলিশকর্মীর বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করা হয়েছে।
कुछ पुलिसवालों की थाना कैम्पस में यह वल्गर एवं बेपरवाह फूहड़ प्रस्तुति।
— Babulal Marandi (@yourBabulal) March 9, 2023
रक्षक के रूप में भक्षकों का यह भयावह चेहरा।
सचमुच बारूद के ढ़ेर पर झारखंड को बिठा दिया है सोरेन सल्तनत के एक्सीडेंटल राजकुमार हेमंत ने।
इन्हें जयचंद जैसा याद करेगा आदिवासी समाज और देश।जागो झारखंड के युवा। pic.twitter.com/OAxpohykj5
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy