Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Jammu and Kashmir

পুরনো টুইট নিয়ে প্যাঁচে পুলিশকর্তাই

কাশ্মীরের নেট-নাগরিকদের একাংশ প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে করা এই টুইট কি তা হলে দেশ-বিরোধী নয়?

শ্রীনগরের সাইবার থানার সুপার তাহির আশরফ।—ছবি সংগৃহীত।

শ্রীনগরের সাইবার থানার সুপার তাহির আশরফ।—ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৫:১৪
Share: Save:

‘দেশ-বিরোধী’ পোস্ট করার অভিযোগে এক মহিলা-সহ চার জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। তারই মধ্যে নরেন্দ্র মোদী-অমিত শাহের বিরুদ্ধে করা পুরনো টুইট নিয়ে বিতর্কে জড়িয়েছেন শ্রীনগরের সাইবার থানার সুপার তাহির আশরফ ও জেলাশাসক শাহিদ ইকবাল চৌধুরি।

গুজরাত দাঙ্গা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মোদী বলেছিলেন, ‘‘কুকুরছানা গাড়ি চাপা পড়লেও আমার কষ্ট হয়।’’ সেই বক্তব্যের প্রেক্ষিতে শ্রীনগরের সাইবার থানার বর্তমান সুপার আশরফ টুইটারে লেখেন, ‘‘কুকুরছানার তুলনা টেনে মোদী তাঁর নিজের প্রকৃত চরিত্র বুঝিয়ে দিয়েছেন। তিনি অন্যের যন্ত্রণা দেখে আনন্দ পান।’’ বিহারে বিধানসভা ভোটে বিজেপি-আরএসএস না জিতলে পাকিস্তানে বাজি পুড়বে বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার প্রেক্ষিতে আশরফ লিখেছিলেন, ‘‘উনি তাহলে মনে করেন যাঁরা বিজেপি-আরএসএসকে সমর্থন করেন না তাঁরা পাকিস্তানি?’’

আজ এই দু’টি টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। কাশ্মীরের নেট-নাগরিকদের একাংশ প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে করা এই টুইট কি তা হলে দেশ-বিরোধী নয়? শ্রীনগরের জেলাশাসক শাহিদ ইকবাল চৌধুরিও দেশে পরপর গণপিটুনির ঘটনার প্রেক্ষিতে ‘ভিড়তন্ত্রের’ সমালোচনা করেছিলেন।

আশরফ তাঁর পুরনো টুইট মুছে দিয়েছেন। শাহিদ লিখেছেন, ‘‘পুরনো টুইট কারা কী উদ্দেশ্যে তুলে আনছে সবাই জানে। আমার বন্ধুদের জানাই, ভিড়তন্ত্র কখনওই সমর্থনযোগ্য নয়। তবে এখন আমরা অনেক বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছি। তাই এই আক্রমণের জবাব দেব না।’’ সেই টুইটকে আবার রিটুইট করে সাইবার থানার সুপার আশরফকে ট্যাগ করেছেন নেট-নাগরিক দার মনজ়ুর। তাঁর বক্তব্য, ‘‘তাহির, এই বক্তব্যটা দেখুন। এখানেও শুদ্ধিকরণ দরকার। আমরা করলে রাষ্ট্রদ্রোহ, জঙ্গিদের সমর্থন! আপনারা করলে সমালোচনা, মতপ্রকাশের স্বাধীনতা! আসলে আপনারা দ্বিচারিতা করছেন।’’

নিহত চার জঙ্গি: দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে ২৪ ঘণ্টা ধরে চলা লড়াইয়ে নিহত হল চার জঙ্গি। পুলিশ জানিয়েছে, শোপিয়ানের মেলহোরা গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে কাল সন্ধ্যায় অভিযানে নামে বাহিনী। আজ বিকেলে চার জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। তারা হিজবুল মুজাহিদিন, জইশ ই মহম্মদ ও আনসার গাজওয়াত উল হিন্দের সদস্য বলে দাবি পুলিশের।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Jammu and Kashmir Narendra Modi Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy