গ্রাফিক: শৌভিক দেবনাথ।
পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারের বদলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে একের পর এক নেতা সরব হচ্ছেন। আগেই এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শনিবার সকালেই আইপিএস নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে টুইট করে তোপ দেগেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এ বার মুখ খুললেন ডিএমকে প্রধান এম কে স্টালিন।
টুইট করে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে যে ভাবে বদলি করল বিজেপি সরকার, তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। দেশের সিভিল সার্ভিস দিল্লির শাসকদলের অঙ্গুলিহেলনে চলতে পারে না। প্রধানমন্ত্রীর দফতরকে এই বদলির নির্দেশ ফিরিয়ে নিতে আর্জি জানাচ্ছি'।
আরও পড়ুন: আইপিএস ইস্যু: মমতাকে সমর্থন করে কেন্দ্রকে তোপ বাঘেলের
স্টালিনের আগেই আজ সকালে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী আইপিএস বদলি নিয়ে টুইট করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সঙ্কটের মুখে। আইপিএস অফিসারদের বদলি অত্যন্ত আপত্তিজনক'।
The unilateral transfer of 3 West Bengal IPS officers by the Union BJP Govt is autocratic and anti-federal.
— M.K.Stalin (@mkstalin) December 19, 2020
The civil service of the country must not be dictated by the whims and fancies of the ruling party in Delhi.
I urge @PMOIndia to immediately rescind the transfer order. https://t.co/DQoM7JGRNi
গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলা হয়। হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রাজ্য সরকারের কাছে এ নিয়ে সবিস্তারে রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। এর পরই নড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী এবং ভোলানাথ পাণ্ডেকে ডেপুটেশনে চেয়ে পাঠায় কেন্দ্র। এই ঘটনাকে ঘিরে রাজ্যের সঙ্গে কেন্দ্রের একটা সংঘাতের আবহ তৈরি হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy