—ফাইল চিত্র
দক্ষিণ চিন সাগর এবং পূর্ব চিন সাগরে যদি কেউ একতরফা ভাবে স্থিতাবস্থা বিঘ্নিত করে অথবা উত্তেজনা বাড়ায়, তা হলে কড়া ভাবে তা রোখা হবে। নাম না করে আজ চিনের উদ্দেশে এই যৌথ বার্তা দিলেন ভারত এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিশি নোবুয়ো-র সঙ্গে আজ ফোনে কথা হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। সদস্যসমাপ্ত মালাবার নৌ মহড়া, সাম্প্রতিক কোয়াড বৈঠক, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “দক্ষিণ এবং পূর্ব চিন সাগর নিয়ে দু’দেশের মন্ত্রীর মধ্যে মত বিনিময় হয়েছে। এই প্রসঙ্গে দুই মন্ত্রীই একমত হয়েছেন যে, এই জলপথে উত্তেজনা বাড়ানো বা একতরফা ভাবে স্থিতাবস্থা ভঙ্গ করার কোনও চেষ্টা হলে কড়া ভাবে তার মোকাবিলা করা হবে। পাশাপাশি আইন অনুযায়ী মুক্ত ও উদার সমুদ্রনীতির গুরুত্বও তাঁরা নিজেদের মধ্যে ঝালিয়ে নিয়েছেন।” ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্মুক্ত বাণিজ্যিক গতিবিধি যাতে বজায় থাকে তার জন্য ভারত এবং জাপান নিজেদের প্রতিরক্ষা সমঝোতাকে আরও উন্নত করবে বলেই স্থির হয়েছে এ দিনের আলোচনায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy