Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
India

পঙ্গপাল রুখতে আসছে স্প্রেয়ার

রাজস্থানের বারমের, জোধপুর, বিকানের, উত্তরপ্রদেশের ঝাঁসি, মধ্যপ্রদেশের রেওয়া, মোরেনা, বেতুল, খাণ্ডওয়া, মহারাষ্ট্রের নাগপুর ও অমরাবতীতে পঙ্গপালের হামলা চলছে। 

পাকিস্তানের বালুচিস্তান হয়ে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল-বাহিনী। ছবি: পিটিআই।

পাকিস্তানের বালুচিস্তান হয়ে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল-বাহিনী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মে ২০২০ ০২:৫১
Share: Save:

পঙ্গপাল রুখতে আগামী দু’সপ্তাহের মধ্যে ব্রিটেনের কাছ থেকে ১৫টি স্প্রেয়ার কিনতে চলেছে কেন্দ্র। কৃষি মন্ত্রক জানিয়েছে, ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে আকাশপথে কীটনাশক স্প্রে করা হবে। পাকিস্তানের বালুচিস্তান হয়ে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল-বাহিনী। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর জানান, প্রতিটি রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে শস্য বাঁচানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে। বৃহস্পতিবার নতুন করে পঙ্গপালের ঝাঁকের দেশে ঢোকার খবর নেই। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজস্থানের বারমের, জোধপুর, বিকানের, উত্তরপ্রদেশের ঝাঁসি, মধ্যপ্রদেশের রেওয়া, মোরেনা, বেতুল, খাণ্ডওয়া, মহারাষ্ট্রের নাগপুর ও অমরাবতীতে পঙ্গপালের হামলা চলছে।

এ দিকে, পঙ্গপালের হানা নিয়ে ইসলাম ধর্মগ্রন্থের একটি বাক্য উল্লেখ করে টুইট করেছিলেন অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম। সমালোচনার মুখে নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই মুছে দিলেন তিনি। টুইটের বক্তব্য ছিল, পঙ্গপালের হামলার জন্য মানুষের ঔদ্ধত্যই দায়ী। প্রথমে টুইটটি মুছে দেন জ়ায়রা। তার পর অ্যাকাউন্ট-ই সরিয়ে ফেলেন।

আরও পড়ুন: দ্বিতীয় দফার ব্যর্থতা ঢাকতে চায় বিজেপি

আরও পড়ুন: করোনা নিয়ে সরকার কাঠগড়ায়, বেঞ্চ বদল গুজরাতে

অন্য বিষয়গুলি:

India Locust
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy