বিশ্বের কোন দেশ সামরিক খাতে কত অর্থ বরাদ্দ করে, তা নিয়ে প্রতি বছরই সমীক্ষা চালায় ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ (আইআইএসএস)। আইআইএসএস-এর ‘মিলিটারি ব্যালেন্স ২০১৮’-র রিপোর্টে দেখা গিয়েছে ২০১৭ সালে প্রতিরক্ষা খাতে বরাদ্দের ভিত্তিতে প্রথম পাঁচটি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ভারত। ২০১৬ সালে ভারত ছিল ষষ্ঠ স্থানে।