Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

‘ভারতের লাদেন’ কুরেশি দিল্লি পুলিশের জালে

সোমবার দিল্লি পুলিশ জানিয়েছে, অল্প গুলিযুদ্ধের পর দিল্লির গাজিপুর এলাকা থেকে কুরেশিকে গ্রেফতার করা হয়েছে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কুরেশি পরে বোমা বানানোর ‘বিশেষজ্ঞ’ হয়ে ওঠে। প্রজাতন্ত্র দিবসের আগে কুরেশির গ্রেফতার একটি বড় সাফল্য বলে দিল্লি পুলিশের দাবি।

সেই জঙ্গি আবদুল কুরেশি। ছবি: সংগৃহীত।

সেই জঙ্গি আবদুল কুরেশি। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ১৪:৫১
Share: Save:

২০০৮ সালে গুজরাতে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনার অন্যতম অভিযুক্ত, মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবদুল সুভান কুরেশিকে পুলিশ গ্রেফতার করেছে। কুরেশি ‘ভারতের ওসামা বিন লাদেন’ নামে কুখ্যাত। গুজরাতে ওই বোমা বিস্ফোরণের ঘটনায় ৫৬ জনের মৃত্যু হয়।

সোমবার দিল্লি পুলিশ জানিয়েছে, অল্প গুলিযুদ্ধের পর দিল্লির গাজিপুর এলাকা থেকে কুরেশিকে গ্রেফতার করা হয়েছে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কুরেশি পরে বোমা বানানোর ‘বিশেষজ্ঞ’ হয়ে ওঠে। প্রজাতন্ত্র দিবসের আগে কুরেশির গ্রেফতার একটি বড় সাফল্য বলে দিল্লি পুলিশের দাবি।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার প্রমোদ কুশবাহা জানিয়েছেন, কুরেশির কাছ থেকে কয়েকটা পিস্তল ও বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। কুরেশি ভুয়ো নথিপত্র নিয়ে নেপালে পালিয়ে গিয়েছিল। সেখানে কয়েক বছর থাকার পর সে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত গা ঢাকা দেয় সৌদি আরবে। পরে ভারতে ফিরে এসে কুরেশ ‘সিমি’ ও ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সক্রিয় করে তোলার চেষ্টা করছিল।

২০০৮ সালে অমদাবাদ ও সুরাতের বাসস্ট্যান্ড, বাজার এলাকা আর হাসপাতালগুলিতে ২১টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এক সময় খবর রটেছিল, তিন সন্তানের বাবা কুরেশি গা ঢাকা দিয়ে রয়েছে বাংলাদেশে। কিন্তু বিস্তর তল্লাশি চালিয়েও সেই সময় কুরেশির খোঁজ মেলেনি।

আরও পড়ুন- কাশ্মীরে ফের পাক হামলায় নিহত ১, প্রজাতন্ত্র দিবস ঘিরে শঙ্কা​

আরও পড়ুন- বুদ্ধগয়ার মন্দিরে উদ্ধার বিস্ফোরক​

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE