পাক বিমানকে গুলি করে ধ্বংস করেন ভারতীয় মিগ ২১ বাইসনের পাইলট অভিনন্দন বর্তমান। কিন্তু তত ক্ষণে পাক বিমান তাড়া করতে করতে তিনি ঢুকে পড়েছেন পাকিস্তানের আকাশসীমায়। ফেরার সময় পাক রাডারে ধরা পড়ে যায় তাঁর বিমান। পাক সেনারা গুলি করে নামান তাঁর মিগ ২১। বিপদ বুঝে নিজেকে ইজেক্ট করে প্যারাশুটে নেমে আসেন অভিনন্দন।
পাক সংবাদপত্র ‘ডন’-এর দাবি অনুযায়ী, উত্তেজিত পাক জনতার মাঝে দাঁড়িয়েও ভয় পাননি অভিনন্দন। জানতে চাইছিলেন, এটা কোন দেশ? ভারত না পাকিস্তান? তাঁর পেট থেকে কথা বার করতে তখন তাঁকে আশ্বস্ত করে বলা হয়, তিনি ভারতের মাটিতেই আছেন বলে। কিন্তু অভিনন্দন বিপদের গন্ধ পেয়েছিলেন। সরাসরি প্রশ্ন করেন, ‘এটি ভারতের কোন জায়গা?’
এর পরই তাদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়েন অভিনন্দন। নিমেষে উত্তেজিত পাক জনতা পাথর ছুড়তে শুরু করে ভারতের এই বায়ুসেনার উপর। বার বার জানতে চাওয়াহয় তাঁর নাম ও পরিচয়। কিন্তু জেনিভা কনভেনশনের কথা উল্লেখ করে বিরোধীদের চোখে চোখ রেখে, দৃপ্ত গলায় তাঁর সার্ভিস নম্বর ও পদমর্যাদা ছাড়া আর কিছু বলতে চাননি তিনি।
পরের একটি ভিডিয়োতে দেখা যায়, ক্ষতস্থান পরিষ্কার করা হলেও চোখে মুখে কালশিটে অভিনন্দনের। হাতে চায়ের কাপ নিয়ে তিনি জানাচ্ছেন, আপাতত ভাল আছেন। পাক সেনারা তাঁর সঙ্গে ভাল ব্যবহার করেছেন, তাঁর কোনও অসুবিধা হয়নি। এমনকি দেশে ফেরার পরেও যে তিনি তাঁর বয়ান বদলাবেন না, জানিয়ে দেন তাও। বিরোধী শিবিরে দাঁড়িয়ে এমন সৌজন্য সকলকে মুগ্ধ করে।
তাঁকে ফেরত পেতে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার পদস্থ অফিসাররা। তাঁকে দেখতে সীমান্ত এলাকায় ঘেরাটোপের মধ্যেই ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। কনভয়ের দেখা পেতেই ভিড় চাঙ্গা! অভিনন্দনকে দেখতে না পেলেও কনভয়ের ছবিই ক্যামেরাবন্দি করলেন তাঁরা। সঙ্গে দেশাত্মবোধক স্লোগান।নাচ-গানে উদ্বেল হল জনতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy