Advertisement
২৫ নভেম্বর ২০২৪
National News

সন্ত্রাস ও তার সমর্থকদের বিরুদ্ধে হাত মিলিয়ে যুদ্ধ, ঘোষণা মোদী-রিভলিনের

সন্ত্রাসবাদী এবং তাদের আশ্রয়দাতা রাষ্ট্রগুলির বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে একযোগে পদক্ষেপ করতে হবে। ভারত এবং ইজরায়েল এ ব্যাপারে সহমত হয়েছে। ইজরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবার এ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রেসিডেন্ট রিভলিন ও প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: রয়টার্স।

প্রেসিডেন্ট রিভলিন ও প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ১৫:৪১
Share: Save:

সন্ত্রাসবাদী এবং তাদের আশ্রয়দাতা রাষ্ট্রগুলির বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে একযোগে পদক্ষেপ করতে হবে। ভারত এবং ইজরায়েল এ ব্যাপারে সহমত হয়েছে। ইজরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবার এ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বড়সড় প্রতিনিধি দল নিয়ে ভারতে এসেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। প্রধানমন্ত্রী মোদীর এবং প্রেসিডেন্ট রিভলিনের উপস্থিতিতে দুই প্রতিনিধি দলের মধ্যে দিল্লিতে মঙ্গলবার বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে ভারত-ইজরায়েলের মধ্যে এক গুচ্ছ নতুন সমঝোতা হয়েছে। তবে সন্ত্রাস মোকাবিলায় দু’দেশের হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার তার মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ।

বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘‘আমরা এ ব্যাপারে একমত হয়েছি যে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক এবং তাদের আশ্রয়দাতা রাষ্ট্রগুলির বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে বলিষ্ঠ পদক্ষেপ করতে হবে।’’ ভারত এবং ইজরায়েল যে হাত মিলিয়ে সন্ত্রাসের মোকাবিলা করবে, সে কথা বুঝিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট রিভলিনও। যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, ‘‘ইজরায়েল ও ভারত সন্ত্রাসের শিকার, কারণ আমরা স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাস করি।’’

প্রেসিডেন্ট রিভলিনকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: রয়টার্স।

ভারতের সঙ্গে ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ক ২৫ বছরে পড়েছে। এই মাইলফলকে পৌঁছে এবং আন্তর্জাতিক সমীকরণের কথা মাথায় রেখে এই সম্পর্ক আরও নিবিড় করতে আগ্রহী দু’দেশের সরকারই। যথেষ্ট আন্তরিক পরিবেশেই যে সেই প্রক্রিয়া এগিয়েছে, তা ইজরায়েলি প্রেসিডেন্টের কথাতেই স্পষ্ট। প্রেসিডেন্ট রিভলিন যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ দিচ্ছি, আপনাদের এই সুন্দর দেশে এসে মনে হচ্ছে আমরা নিজেদের দেশেই রয়েছি।’’

আরও পড়ুন: ‘নোট বাতিল সাহসী পদক্ষেপ’: আচমকা মোদীর প্রশংসায় চিন

নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘আমাদের সম্পর্কের অনেকগুলি দিশা, আমরা যেমন পরস্পরের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ক বাড়াব, তেমনই দু’দেশের মানুষের মধ্যে পারস্পরিক আদানপ্রদান বৃদ্ধিতেও জোর দেব।’’ ভারত থেকে অনেক শিক্ষার্থীই এখন ইজরায়েলে পড়াশোনা করতে যান। দু’দেশের মধ্যে সেতু আরও মজবুত করতে এই পড়ুয়ারাও বড় ভূমিকা নিতে পারেন বলে প্রধানমন্ত্রী মনে করছেন। জলসম্পদের ব্যবহার ও সংরক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তি, সন্ত্রাস মোকাবিলা, বিভিন্ন ধরনের গবেষণা ইত্যাদি ক্ষেত্রের দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ভারত ও ইজরায়েলের প্রতিরক্ষা সংক্রান্ত জোট কত শক্তিশালী, তা দু’দেশই উপলব্ধি করেছে বলে মোদী এ দিন মন্তব্য করেছেন। সে কথা মাথায় রেখেই সামরিক সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে দু’দেশ হাত মিলিয়ে কাজ করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy