প্রায় দেড় কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে শত্রুকে! এক গুলিতেই করতে পারে ধরাশায়ী। প্রাণঘাতী সেই .৩৮৮ লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল এ বার তৈরি হচ্ছে ভারতে। বেঙ্গালুরুর ছোট অস্ত্র প্রস্তুতকারক এসএসএস ডিফেন্স তা রফতানিও শুরু করেছে।
ইতিমধ্যেই এসএসএস ডিফেন্স বিদেশে স্নাইপার রাইফেল রফতানির বরাত পেয়েছে বলে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে। যার অঙ্ক ৫ কোটি ডলার (প্রায় ২১৭ কোটি টাকা)। ইতিমধ্যেই সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ৩৮৮ লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল রফতানিও শুরু করেছে বেঙ্গালুরুর ওই সংস্থা। স্নাইপার রাইফেলের পাশাপাশি এসএসএস ডিফেন্স বিদেশ থেকে অন্য অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের বরাত পেয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে প্রায় এক দশক আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছিল প্রথম স্নাইপার রাইফেল ‘ঘাতক’। বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় আধাসেনা ব্যবহার করে। ভারতীয় সেনা রুশ ড্রাগোনভ, ইজ়রায়েলের আইএমআই গালিল, জার্মান সংস্থা ‘হেকলার অ্যান্ড কখ্’ নির্মিত পিএসজি১, জার্মানির মাউসার সংস্থার এসপি৬৬-র পাশাপাশি ব্যবহার করে এসএসএস ডিফেন্সের .৩৮৮ লাপুয়া ম্যাগনাম।