Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Awadhesh Prasad

‘অযোধ্যা-ক্ষত’ উস্কে বিরোধী অস্ত্র অবধেশ

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ট্রেজারি বেঞ্চে বসা নরেন্দ্র মোদী, অমিত শাহের সামনেই, আজ নিজের বক্তৃতার সময় অবধেশকে ডেকে নিয়ে পাশে বসিয়ে করমর্দন করেন।

সমাজবাদী পার্টির ফৈজ়াবাদের সাংসদ অবধেশ প্রসাদ।

সমাজবাদী পার্টির ফৈজ়াবাদের সাংসদ অবধেশ প্রসাদ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০২৪ ০৭:০১
Share: Save:

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় লোকসভার ডেপুটি স্পিকার পদে ফৈজ়াবাদের এসপি-র সাংসদ অবধেশ প্রসাদকে ‘ইন্ডিয়া’র প্রার্থী হিসাবে মনোনীত করার বিষয়ে ঐকমত্য হয়েছে সব বিরোধী দলই। আজ তাঁকে সামনে রেখে বিজেপি-র হিন্দুত্বের রাজনীতির বিরোধী একটি বয়ান তৈরির প্রয়াস শুরু হল।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ট্রেজারি বেঞ্চে বসা নরেন্দ্র মোদী, অমিত শাহের সামনেই, আজ নিজের বক্তৃতার সময় অবধেশকে ডেকে নিয়ে পাশে বসিয়ে করমর্দন করেন। তাঁর ফৈজ়াবাদে (যে সংসদীয় কেন্দ্রের মধ্যে অযোধ্যা) জয়ের কাহিনি ব্যাখ্যা করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে দৃশ্যতই চরম অস্বস্তিতে ফেলে দেন রাহুল। অন্য দিকে, ফৈজ়াবাদের সাংসদ আজ সংবাদমাধ্যমকে ডেপুটি স্পিকার পদপ্রার্থী হওয়া নিয়ে জানিয়েছেন, এসপি প্রধান অখিলেশ যাদব যা নির্দেশ দেবেন তিনি তা পালন করবেন। আপ আজ প্রকাশ্যেই জানিয়েছে অবধেশের মনোনয়নে সমর্থন রয়েছে তাদের।

বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র তরফে ডেপুটি স্পিকার নিয়ে সক্রিয়তা শুরু হলেও এখনও পর্যন্ত এ নিয়ে বিরোধীদের সঙ্গে কোনও আলোচনাই করেনি এনডিএ সরকার। রাজনৈতিক শিবিরের মতে, আসন্ন অধিবেশনেও সরকার তা করবে কিনা সন্দেহ আছে। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আগামী অধিবেশনেই ডেপুটি স্পিকার নির্বাচন চেয়ে স্পিকারকে ‘ইন্ডিয়া’র তরফে চিঠি দেওয়া হবে। যত দিন না এই নির্বাচন হচ্ছে চাপ বাড়িয়ে যাওয়ার কৌশল নেওয়া হবে। আর প্রত্যেক বারই তুলে আনা হবে ফৈজ়াবাদে বিজেপির হারের অধ্যায়টিকে।

আজ তাঁর বক্তৃতায় সেই কাজটিই করেছেন রাহুল। তিনি বক্তৃতায় অবধেশকে পাশে বসিয়ে বলেন, ‘‘গত কাল ওঁর (অবধেশ) সঙ্গে কফি খেতে খেতে কথা বলছিলাম। জানতে চাইছিলাম, অযোধ্যায় লোকসভায় কী ঘটল? উনি আমায় জানান, প্রথম দিন থেকেই জানতেন যে জিতছেন! কারণ অযোধ্যায় বিমানবন্দর তৈরি হয়েছে, ছোট ছোট দোকান ভেঙে ফেলা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে, কেউ ক্ষতিপূরণ পাননি। রামমন্দির উদ্বোধনের সময় অযোধ্যাবাসী খুবই দুঃখিত হন। কারণ সেখানে অম্বানী, আদানিরা ছিলেন, কিন্তু অযোধ্যার কোনও মানুষ ছিলেন না।’’ লক্ষ্য স্পষ্ট, বার বার বিজেপির ‘অযোধ্যা-ক্ষত’ উস্কে দিয়ে মোদী-শাহদের অস্বস্তি বাড়িয়ে দেওয়া।

আজ আপ নেতা সঞ্জয় সিংহ বলেন, ‘‘অবধেশ ভগবান শ্রীরামের শহর থেকে আসা দলিত সম্প্রদায়ের এক জন নেতা যিনি বিধায়ক এবং মন্ত্রী ছিলেন, তাঁকে এখন মানুষ ভোট গিয়ে সাংসদ বানিয়েছে। বিজেপি নেতাদের উচিত তাঁকে অন্তত ডেপুটি স্পিকারের পদটি দেওয়া।’’ এর পরেই প্রধামন্ত্রীকে তাঁর খোঁচা, ‘‘মোদীজি অবশ্য সহ্য করতে পারবেন না, তাঁর সামনে তাঁর চেয়েও বড় আসনে এক জন দলিত সম্প্রদায়ের মানুষ বসে রয়েছেন।’’

অবধেশকে নিয়ে বিরোধীদের এই হইচই-এর মধ্যেই লোকসভার স্পিকার প্যানেলে আজ তাঁর নাম ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। ওই প্যানেলে অবধেশ ছাড়াও রয়েছেন কংগ্রেসের কুমারী শৈলজা, তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার, ডিএমকে-র এ রাজা, বিজেপি-র জগদম্বিকা পাল, পি সি মোহন, দিলীপ সাইকিয়া প্রমুখ।

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election Deputy Speaker parliament INDIA Alliance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy