সোমবার দেশ জুড়ে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদ্যাপন করা হচ্ছে। আর সেই উপলক্ষ আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের উপকূলে জলের তলায় সফল ভাবে জাতীয় পতাকা উত্তোলন করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (আইসিজি)।
সংবাদ সংস্থা এএনআই জলের নীচে পতাকা উত্তোলনের এই ভিডিও শেয়ার করেছে। উপকূল রক্ষী বাহিনীর সদস্যেরা এই পতাকার সঙ্গে ছবিও তুলেছেন। এই ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করার পর অনেকে উপকূল রক্ষী বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
প্রসঙ্গত, ১৫ অগস্ট সোমবার দেশে জুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচির জন্য ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে প্রত্যেক ভারতবাসীকে জাতীয় পতাকা উত্তোলন করার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যাপনের অংশ হিসাবেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
Celebration at peak as India Coast Guard hoists the National Flag underwater on the occasion of the 75th year of India’s independence at the Andaman & Nicobar islands pic.twitter.com/eO9bqlPs8v
— ANI (@ANI) August 14, 2022