প্রতীকী ছবি
করোনা নিয়ে দেশ জুড়ে উদ্বেগের মাঝেই ভিন্ন আশঙ্কার কথা শোনাল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। আবহবিদদের পূর্বাভাস, চলতি সপ্তাহেই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে চলতে পারে তাপপ্রবাহ। তার জেরে উত্তরপ্রদেশ ছাড়া অন্যান্য এলাকার তাপমাত্রার পারদ চড়তে পারে ৪৮ ডিগ্রি পর্যন্ত। মঙ্গলবার দিল্লিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। তাঁদের মতে, উত্তরভারতের মতো তাপপ্রবাহের আঁচে পুড়তে পারে মহারাষ্ট্র ও তেলঙ্গানাও। ওই সময়ে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষকে রাস্তায় না বেরনোর পরামর্শও দিচ্ছেন আবহবিদরা।
মৌসম ভবন জানাচ্ছে, আগামী পাঁচ দিন ধরে উত্তরভারতের একটা বড় অংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তার আওতায় আসতে পারে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান ও উত্তরপ্রদেশ। শুধু মাত্র উত্তরভারতই নয়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ এবং তেলঙ্গানাতেও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহবিদরা। তাঁদের আশঙ্কা, এর জেরে উত্তরপ্রদেশ বাদে বাকি এলাকাগুলিতে তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে পৌঁছতে পারে। এ ছাড়াও এই সপ্তাহের মাঝামাঝি সময়ে ছত্তীসগঢ়, ওড়িশা, গুজরাত, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রের উপকূলভাগ, রায়লসীমা ও কর্নাটকের উত্তরভাগের কিছু বিচ্ছিন্ন অংশেও তাপপ্রবাহ চলবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একে চলতি গ্রীষ্ম মরসুমের প্রথম লাল সতর্কতা বলেই জানাচ্ছেন আবহবিদরা। মৌসম ভবনের অন্যতম কর্তা কুলদীপ শ্রীবাস্তবের মতে, ‘‘যাতে দুপুর ১টা থেকে বিকাল ৫টার মধ্যে মানুষ বাইরে না বেরোন সেই জন্যই সতর্কতা জারি করা হয়েছে।’’
চলতি গ্রীষ্মের মরসুমে দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলতে পারে তার সতর্কতা ফেব্রুয়ারিতেই দিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। মার্চ থেকে মে, এই তিন মাসের মধ্যে গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। রবিবার মৌসম ভবনের তরফে দেওয়া দৈনিক বুলেটিনে সেই সে কথাই ফের জানানো হয়েছে।
Weather Update pic.twitter.com/aMmnzeiE7y
— RWFC New Delhi (@RWFC_ND) May 24, 2020
আরও পড়ুন: বিমান পরিষেবা শুরুর দিনেই ধাক্কা, দিল্লি-সহ বিভিন্ন শহরে বাতিল বহু বিমান
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরই ২৩টি রাজ্যে ৭৩ বার তাপপ্রবাহের ঘটনা ঘটেছিল। যার জেরে বেশ কয়েক জনের মৃত্যুও হয়। লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন বা বাস চালু হলেও এখনও অনেকে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন। ফলে তাঁদের নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন: ‘বেল্ট খুলে পেটাতে পারি’, ছত্তীসগঢ়ের কোয়রান্টিন সেন্টারে গর্জন বিজেপি মন্ত্রীর
কবে রেহাই মিলতে পারে এমন পরিস্থিতি থেকে? আবহবিদরা বলছেন, ২৮ মে-র পর পশ্চিমী ঝঞ্ঝার জেরে হাল্কা বৃষ্টি হতে পারে। তাতে কিছুটা নামতে পারে পারদ। তত দিন পর্যন্ত তাপপ্রবাহের চোখরাঙানি চলবে বলেই জানাচ্ছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy