প্রতীকী ছবি।
মদ্যপান করতে গিয়ে ধরা পড়লেই কঠোর শাস্তি হবে বিহারে। তবে প্রথম বার ‘ভুল’ করলে শাস্তিতে কিছুটা ছাড় রয়েছে। শাস্তি কঠিন হবে যদি দোষী প্রথম ভুল থেকে শিক্ষা না নেন। সে ক্ষেত্রে দোষীকে মদ্যপানের অপরাধে এক বছর পর্যন্ত হাজতে থাকতে হতে পারে।
সোমবার বিহারের মন্ত্রিসভার অতিরিক্ত মুখ্যসচিব এই ঘোষণা করেছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিহারে যদি কোনও ব্যক্তি প্রথম বার মদ্যপানরত অবস্থায় ধরা পড়েন তবে তাঁকে দু’হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। যদি তিনি জরিমানা দিতে না পারেন, সে ক্ষেত্রে ৩০ দিনের হাজতবাস করতে হতে পারে। তবে ওই ব্যক্তি যদি একই অপরাধে দ্বিতীয় বার ধরা পড়েন, তবে তাঁকে আর্থিক জরিমানা করা হবে না। দ্বিতীয় বারের ভুলে এক বছরের জেল হবে অভিযুক্ত ব্যক্তির।
উল্লেখ্য, বিহারে ২০১৬ সালের ১ এপ্রিল থেকেই সমস্ত ধরনের মদে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে এর আগে প্রথম বার মদ্যপানের অপরাধীদের ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হত। ২০১৮ সালের একটি আইন করে ওই প্রস্তাব আনা হয়। নতুন নিয়মে সেই শাস্তি কিছুটা শিথিল করা হল।
If a person is caught drinking alcohol for the first time, he/she will be fined Rs 2000-Rs 5000. If he/she doesn't pay fine,he/she to undergo 30-days imprisonment. If a person is caught drinking alcohol for 2nd time,he/she to undergo 1 yr imprisonment:ACS Education &Cabinet,Bihar pic.twitter.com/AI8zTuaZDI
— ANI (@ANI) April 4, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy