বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি।—ছবি পিটিআই।
বিচারপতিদের সম্পর্কে গোয়েন্দা বাহিনীর রিপোর্ট প্রকাশ করে দেওয়া উচিত বলে লোকসভায় দাবি করলেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। তা হলেই কাকে, কেন বদলি করা হয়েছে তা স্পষ্ট হয়ে যাবে বলে আজ মন্তব্য করেন তিনি। যার পরে প্রশ্ন উঠল, বিজেপি নেতৃত্ব কি পরোক্ষে বিচার বিভাগকে হুঁশিয়ারি দিলেন!
দিল্লির হিংসার আগে অনুরাগ ঠাকুর, প্রবেশ বর্মা, কপিল মিশ্রের মতো বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন। সেই রাতেই আইন মন্ত্রক তাঁকে দিল্লি থেকে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে পত্রপাঠ বদলির নির্দেশ জারি করে। আজ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এই বদলি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘বিজেপির নেতাদের বিদ্বেষমূলক মন্তব্যের জন্য এফআইআরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মুরলীধর। রাতেই সার্জিকাল স্ট্রাইক হয়ে যায়। তাঁকে বদলি করে দেওয়া হয়।’’
এর পরেই বিজেপি সাংসদ লেখি যুক্তি দেন, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশেই বিচারপতিদের বদলি করা হয়। দিল্লির হিংসার সময়ে বা তার আগে শাহিন বাগের ক্ষেত্রেও পুলিশের নিষ্ক্রিয়তার জন্য বিচারবিভাগের কোর্টেই বল ঠেলে মীনাক্ষী বলেন, ‘‘অনেক বিচারপতি মনে করেন, প্রতিবাদ হিংসাত্মক না হলে পুলিশি পদক্ষেপ করা উচিত নয়। এখন কে ঠিক করবে, প্রতিবাদ কখন হিংসাত্মক হবে!’’ এর পরেই মীনাক্ষী বলেন, ‘‘বিচারপতিদের সম্পর্কে গোয়েন্দা বাহিনীর রিপোর্ট প্রকাশ করে দেওয়া উচিত। তা হলেই মানুষ জানতে পারবেন, কাকে কেন বদলি করা হয়েছে।’’
প্রশ্ন উঠেছে, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই কি বিচারপতি মুরলীধরকে বদলি করা হয়েছে? মীনাক্ষী নিজে সুপ্রিম কোর্টের আইনজীবী। তাঁর স্বামী আমন লেখি মোদী সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল। কোনও বিচারপতি সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট থাকলেও তা মীনাক্ষী কী ভাবে জানলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি মুরলীধরকে দিল্লি থেকে বদলির সুপারিশের পরেই আইনজীবীরা এর প্রতিবাদ করেছিলেন। সে সময় কলেজিয়াম সূত্রে বলা হয়েছিল, ভবিষ্যতে বিচারপতি মুরলীধরকে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হতে পারে। সে কারণেই তাঁকে বদলি করা হচ্ছে। নির্দিষ্ট করে না বললেও মীনাক্ষী আজ গোয়েন্দা রিপোর্টের প্রসঙ্গ টেনে এনে ফের সেই বিতর্ক উস্কে দিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy