বাইক নিয়ে কেরামতির ফল হাতেনাতে পেলেন যুবক। ছবি সৌজন্য টুইটার।
বাইক নিয়ে অনেকেই নানা রকম কেরামতি দেখান। তা-ও আবার ব্যস্ত রাস্তায়। জীবনের ঝুঁকি আছে তা জানা সত্ত্বেও একই কাজের পুনরাবৃত্তি ঘটতে থাকে। যার জেরে অনেকে আহত হন, অনেকের আবার মৃত্যুও হয়।
নিছকই মজার ছলে ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন কর্নাটকের দুর্গের এক যুবক। কিন্তু এ কাজ করতে গিয়ে পুলিশের খপ্পরে পড়তে হবে, তা ভাবেননি।
এবড়োখেবড়ো রাস্তা। বাইকের আসনের উপর এক দিকে দু’পা ঝুলিয়ে রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছিলেন ওই যুবক। তাঁর এই স্টান্ট ক্যামেরাবন্দি করছিলেন এক পথচারী। সেই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশের হাতে পৌঁছয়। তৎক্ষণাৎ পুলিশ যুবকের খোঁজে তল্লাশিতে নামে।
स्टंटबाज, मोडिफाइड साइलेंसर, रैश ड्राइविंग करने वालों के विरुद्ध लगातार दुर्ग पुलिस के द्वारा कार्यवाही की जा रही है।
— Durg Police (@PoliceDurg) September 24, 2022
कृपया यातायात के नियमों का पालन करें।
यातायात पुलिस व्हाट्सएप हेल्पलाइन नंबर 94791-92029।@SadakSuraksha#trafficpolicedurg #Durgpolice pic.twitter.com/5KBTs0ED2R
ঘটনার কিছু ক্ষণের মধ্যেই যুবককে আটক করে পুলিশ। ট্র্যাফিক আইন ভাঙার জন্য ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে যুবককে। শুধু তাই-ই নয়, এমন অপরাধ করার জন্য তাঁকে কানও ধরিয়ে প্রতিশ্রুতি আদায় করে নেওয়া হয় যে, ভবিষ্যতে এমন কেরামতি তিনি আর দেখাবেন না।
এর পরই দুর্গ পুলিশের তরফে যুবকের ভিডিয়ো নিজেদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে সচেতনতার বার্তা দেয়। টুইটে লেখা হয়, ‘স্টান্টবাজি, মোডিফায়েড সাইলেন্সার, বেপরোয়া ভাবে গাড়ি চালালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। দয়া করে ট্র্যাফিক আইন মেনে চলুন।’ একটি হেল্পলাইন নম্বরও দিয়েছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy