তাঁদের বিয়ে টিকিয়ে রাখার জন্য
স্বামীর কাছে মিথ্যা কথা বলেছিলেন। উত্তরপ্রদেশের আগরায় আত্মঘাতী তথ্যপ্রযুক্তি
কর্মী মানব শর্মার স্ত্রীর দাবিতে শোরগোল পড়ে গিয়েছে। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে
এসেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। সেখানে মানবের স্ত্রী নিকিতা দাবি
করেছেন, বিয়ের আগে অভিষেক নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। সেই ব্যক্তির
সঙ্গে শারীরিক সম্পর্কও হয়েছিল। কিন্তু সে সব কথা তাঁর স্বামীকে জানাতে চাননি। ভয়
পেয়েছিলেন যদি বিয়ে ভেঙে যায়! তাই বিয়ে টিকিয়ে রাখতেই তাঁর অতীতকে গোপন করেছিলেন।
নিকিতা বলেন, ‘‘আমি জানি ভুল করেছি। মানবকে মিথ্যা বলা উচিত হয়নি। তাঁর কাছে গোপন করা ঠিক হয়নি। কিন্তু নিরুপায় হয়ে অতীতকে গোপন করেছিলাম আমাদের বিয়ে এবং সম্পর্ককে বাঁচিয়ে রাখতে। কিন্তু এর জন্য মানব কোনও দিন আমার সঙ্গে দুর্ব্যবহার করেনি। গায়ে হাত তোলেনি।’’ তাঁর এই ভুলের জন্য যা শাস্তি প্রাপ্য, তা তিনি মাথা পেতে নিতে চান। বার বার জিজ্ঞাসা করার পরেও অভিষেকের সঙ্গে কী সম্পর্ক সে কথা গোপন করে ভুল তিনি করেছেন বলেও দাবি নিকিতার।
এর পরই নিকিতা দাবি করেন, সেই ঘটনা তাঁর অতীত ছিল। বিয়ের পর মানব ছাড়া অন্য কেউ তাঁর জীবনে আসেননি। আর তিনি সেটা কখনও চাননি। এর পরই তিনি বলেন, ‘‘যদি আমার কোনও কিছু হয়ে যায় বা আমি কিছু করে ফেলি, তার জন্য কেউ দায়ী থাকবে না।’’
গত ২৪ ফেব্রুয়ারি আগরার বাড়ি থেকে তথ্যপ্রযুক্তি কর্মী মানবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর আগে একটি ভিডিয়ো করে নিজের বক্তব্য রেকর্ড করেন যুবক। সেখানে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘পুরুষদের জন্যও একটু ভাবুন। নয়তো অভিযোগ চাপানোর জন্য কোনও পুরুষই আর অবশিষ্ট থাকবেন না।’’ এর পরে নিজের হাতে কাটা দাগ দেখান তিনি। দাবি করেন, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। ভিডিয়োর শেষে মানব হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমার মৃত্যুর পরে আমার বাবা-মাকে স্পর্শ করার চেষ্টা করবেন না।’’ এর পরেই মানবের বাবা পুত্রবধূর বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন।
মানবের স্ত্রী সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, তাঁর স্বামী মাদকাসক্ত ছিলেন। মত্ত অবস্থায় তাঁকে মারধরও করতেন। তাঁর কথায়, ‘‘তিনি অতিরিক্ত মদ্যপান করতেন। বহু বার আত্মহত্যা করার চেষ্টা করেছেন। আমি ওঁকে তিন বার বাঁচিয়েছিলাম। মত্ত অবস্থায় আমায় মারধরও করতেন। শ্বশুরবাড়ির লোকজনকে অনেক বার জানিয়েছি। ওঁরা আমল দেননি।’’ বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকার কথাও উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমাদের বিয়ের আগে এক জনের সঙ্গে সম্পর্ক ছিল। বিয়ের পরে আর সে সব ছিল না।’’