আড়াই ঘণ্টার বৃষ্টিতে জল জমে গিয়েছে। ছবি: টুইটার।
প্রবল বর্ষণে জলভাসি হায়দরাবাদ। ঘরবাড়ি থেকে রেস্তোরাঁ— সর্বত্র জল ঢুকে নাস্তানাবুদ অবস্থা শহরের। জলের স্রোতে ভেসে গিয়ে দুই ব্যক্তি নিখোঁজ বলেও জানা গিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদ জুড়ে প্রবল বৃষ্টি হয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত আড়াই ঘণ্টার বৃষ্টিতে জল জমে যায় শহরের তুলনামূলক নিচু বহু জায়গায়। জলের স্রোতে ভেসে গিয়ে দুই ব্যক্তি নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজ চলছে বলে জানান কে পুরুষোত্তম নামে হায়দরাবাদের এক পুলিশ আধিকারিক।
সংবাদ সংস্থা এএনআইয়ের টুইট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে শহরের একটি রেস্তরাঁর ভিতরে জল ঢুকে গিয়েছে। জমা জলের মধ্যেই বসে রয়েছেন ক্রেতারা। কোনও কোনও অঞ্চলে জলের স্রোতে গাড়ি ভেসে যাওয়ার ছবিও ধরা পড়েছে।
#WATCH | Telangana: Rainwater entered a restaurant in Old City after incessant rains lashed Hyderabad, yesterday pic.twitter.com/ACLKd1Vb19
— ANI (@ANI) October 9, 2021
গত বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসেও বৃষ্টিতে এ রকমই শোচনীয় অবস্থা হয়েছিল হায়দরাবাদ শহরের। শুক্রবারের বৃষ্টির পর গত বছরের সেই সব দিনের কথা উঠে আসছে বার বার।
#WATCH | Telangana: Lanes, roads submerged following incessant rainfall in Hyderabad. Visuals from the Old city. (08.10) pic.twitter.com/5XCGtsmIwt
— ANI (@ANI) October 8, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy