ভাইরাল হওয়া সেই টাকার ছবি। সৌজন্য টুইটার।
সম্প্রতি একটি ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি আলমারিতে ঠাসা রয়েছে ৫০০ টাকার নোটের বান্ডিল। এই বিপুল পরিমাণ টাকা কার, কোথায় উদ্ধার হল, তা নিয়ে বিপুল শোরগোল পড়ে গিয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হায়দরাবাদের একটি ওষুধ সংস্থায় আয়কর দফতর অভিযান চালায়। সেই সময় আলমারি থেকে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। টাকার পরিমাণও বিপুল। দাবি করা হয়েছে, আলমারিতে থরে থরে সাজানো টাকার মোট পরিমাণ ১৪২ কোটি।
IT raid on a Pharma company in Hyderabad revealed this. I am assuming they have kept clothes in the locker pic.twitter.com/k15SnYdwNB
— Gabbbar (@GabbbarSingh) October 10, 2021
ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ৫০০ কোটি টাকার হিসেব দেয়নি তারা। তাই আয়কর বিভাগ অভিযান চালায় ওই সংস্থার কার্যালয়ে। তখনই এই বিপুল পরিমাণ টাকা নাকি উদ্ধার হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে এটি হায়দরাবাদের ওষুধ সংস্থার ঘটনা বলে দাবি করা হলেও, এটি আসলে হায়দরাবাদের কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy