পহেলগাঁও কাণ্ডের তদন্তভার পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কখন, কী ভাবে হামলা চালায় জঙ্গিরা? জানতে ঘটনার দিন প্রতি মুহূর্তের টুকরো টুকরো তথ্য সংগ্রহের উপর জোর দিয়েছেন তদন্তকারীরা। গত ২২ এপ্রিল বৈসরনে জঙ্গি হামলার পর দিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এনআইএ-র তদন্তকারীরা। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থার হাতে।
সন্ত্রাসদমন শাখার আইজি, ডিজি এবং এসপি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে গঠিত এনআইএ-র ওই দলটি বৈসরন থেকে টুকরো টুকরো তথ্য সংগ্রহ করছে। কোথা দিয়ে জঙ্গিরা এসেছিল, প্রথম হামলা কখন হল, পর্যটকদের সঙ্গে কী কী করা হয়েছিল, প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। আর সেই তথ্য জোগাড়ে হামলার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তাঁরা।
এই হামলায় নিহতদের পরিজনদের সঙ্গেও দেখা করে তাঁদের বয়ান নেওয়া হবে বলেও সূত্রের খবর। ঘটনাচক্রে, শনিবার দুপুরে এনআইএ-র তিন আধিকারিক পশ্চিমবঙ্গে আসেন। পহেলগাঁও কাণ্ডে হত বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহর বাড়িতে যান তাঁরা। প্রায় চার ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন আধিকারিকারেরা। কথা বলেন নিহত সমীরের স্ত্রী এবং কন্যার সঙ্গে! ঘটনার সময় থাকা বাকি পর্যটক এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এই ঘটনায় নিরাপত্তা এবং গোয়েন্দাদের ব্যর্থতার অভিযোগ উঠেছে। পারতপক্ষে সেটি স্বীকার করেও নিয়েছে কেন্দ্র। কিন্তু তার বাইরে আর কোন কোন বিষয় এই হামলাকে সফল করতে সাহায্য করেছে, সেই সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জঙ্গিরা হামলা চালায় পহেলগাঁওয়ের বৈসরনে। সেই হামলায় নিহত হয়েছেন ২৫ ভারতীয় এবং নেপালের এক জন নাগরিক।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
২১:৫৯
মোদি, রাজনাথের মুখে পরমাণু হুমকি প্রসঙ্গ, বিদেশ সচিব জানালেন হুমকি দেয়নি পাকিস্তান -
২১:০৮
‘১৭ বছর ধরে ভারতে কাজ করছি, আমরা তো ভারতীয়ই’! কোর্টে তুরস্কের সংস্থা, কী যুক্তি কেন্দ্রের -
২০:৩১
‘অপারেশন সিঁদুরে’র প্রাণ— চোখে চোখ রেখে বদলা, পাকিস্তানি সেনাদের মেরে ঘাঁটি গুঁড়িয়েছে পুঞ্চ ব্রিগেড -
১৫:০৮
‘আমি ওর সঙ্গে কাশ্মীরেও গিয়েছি’ কলকাতার বন্ধু সৌমিত কী জানালেন জ্যোতির সফর নিয়ে -
গুপ্তচর সন্দেহে গ্রেফতার ১১, চরবৃত্তির অভিযোগ প্রমাণ হলে কী শাস্তি হবে জ্যোতির?