শিবসেনার হুমকিতে বাতিল হয়েছে তাঁর মুম্বই আর পুণের লাইভ শো। কিংবদন্তী পাকিস্তানি শিল্পীর প্রতিক্রিয়া, “এ ধরনের বিবাদ বিতর্ক মানুষের সুরকে নষ্ট করে। আমি ক্ষুব্ধ নই, ভীষণ ভাবে ব্যথিত।”
উগ্র হিন্দুত্ববাদীদের এই কাণ্ডের নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। এর মধ্যেই গজল সম্রাট গুলাম আলিকে কলকাতায় অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, “সঙ্গীতের কোনও সীমান্ত হয় না। কলকাতায় এসে অনুষ্ঠান করার জন্য আমি গুলাম আলিকে আমন্ত্রণ জানাচ্ছি। সমস্ত ব্যবস্থা আমরা করব।”
একই রকম প্রতিক্রিয়া দেখিয়েছে দিল্লির কেজরীবাল সরকার। দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্র বলেছেন, “মুম্বইতে যা ঘটল তা দুঃখজনক। ওনাকে দিল্লিতে এসে অনুষ্ঠান করতে অনুরোধ করেছি।”
মুম্বই এবং পুণেতে শুক্রবার এবং শনিবার গুলাম আলির দু'টি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হলেও শিবসেনার হুমকিতে পিছু হঠতে বাধ্য হন সংগঠকরা। গজল সম্রাটকে অনুষ্ঠান না করতে দেওয়ার পিছনে তাঁর পাকিস্তানি হওয়াকেই কারণ হিসাবে দেখিয়েছিল শিবসেনা। ভারতে গুলাম আলির অনুষ্ঠান হওয়া মানে ‘পাক সংস্কৃতির অনুপ্রবেশ’ বলে মন্তব্য করেছিলেন শিবসেনার চলচ্চিত্র শাখা চিত্রপত সেনার সভাপতি আদেশ বান্দেকর। শনিবার বিখ্যাত গজল শিল্পী জগজিৎ সিংয়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী। শিবসেনার কথা, গুলাম আলির গানের জলসা ভেস্তে দিয়েই তারা নাকি প্রয়াত জগজিৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাবেন!
৭৫ বছরের গুলাম আলির প্রতিক্রিয়া, “জগজিত্ ছিল আমার ছোট ভাইয়ের মতো। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান করার কথা ছিল আমার। আমাদের মধ্যে যত বার দেখা হয়েছে, কখনওই রাজনৈতিক সম্পর্কের রেশ পড়েনি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy