Advertisement
০২ নভেম্বর ২০২৪

হিট অ্যান্ড রান: স্বস্তির ইঙ্গিত সল্লুভাইয়ের?

‘হিট অ্যান্ড রানে’ কি শেষমেশ স্বস্তি পেতে চলেছেন বলিউডের ‘সল্লুভাই’-সলমন খান? মুম্বই হাইকোর্ট আজ জানিয়ে দিল, ওই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ‘পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়’। এই মামলায় খুব শিগগিরই রায় দেবে মুম্বই হাইকোর্ট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৩
Share: Save:

‘হিট অ্যান্ড রানে’ কি শেষমেশ স্বস্তি পেতে চলেছেন বলিউডের ‘সল্লুভাই’-সলমন খান?

মুম্বইয়ে এক ফুটপাথবাসীকে তিনি তাঁর এসইউভি গাড়ি চাপা দিয়ে মেরেছিলেন বলে অভিযোগ ছিল। এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্যও দিয়েছিলেন, ওই ঘটনা দেখেছিলেন বলে। কিন্তু মুম্বই হাইকোর্ট আজ জানিয়ে দিল, ওই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ‘পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়’। এই মামলায় খুব শিগগিরই রায় দেবে মুম্বই হাইকোর্ট।

রাতে নেশাগ্রস্ত অবস্থায় ফেরার পথে তাঁর বাড়ির সামনেই এক ফুটপাথবাসীকে গাড়ি চাপা দিয়েছিলেন সলমন। পরে সেই ফুটপাথবাসীর মৃত্যু হয়। নিম্ন আদালত ওই মামলায় গত মে মাসে দোষী সাব্যস্ত করে সলমনকে। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন সলমন। সেই শুনানিতে সলমনের প্রাক্তন দেহরক্ষী রবীন্দ্র পাটিল সাক্ষ্য দিয়েছিলেন। সেই সাক্ষ্যে পাটিল বলেছিলেন, ওই রাতে সলমন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তিনি বারবার সতর্ক করা সত্ত্বেও তাঁর কথা শোনেননি সলমন। এর পর বাড়ির সামনে এসে সলমনের গাড়ি ওই ফুটপাথবাসীকে চাপা দেয়।

মুম্বই হাইকোর্ট এ দিন ওই সাক্ষীর দেওয়া সাক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন তুলেছে পাটিলের বিশ্বাসযোগ্যতা নিয়েও।

অন্য বিষয়গুলি:

hit and run salman khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE