মালয়লম ভাষায় ‘তিরুঅনন্তপুরম’ কথার অর্থ হল ভগবান অনন্তের পুর বা শহর। এই অনন্ত হলেন স্বয়ং শ্রীবিষ্ণু। তাঁর আর এক রূপ ‘পদ্মনাভ’। তিনি এই রূপে অনন্তশয়ানে বিরাজ করছেন কেরলের রাজধানীর এক প্রাচীন মন্দিরে। সেই মন্দিরের নাম ‘পদ্মনাভস্বামী মন্দির’। দেবালয়ে বিগ্রহের অনন্তরূপ থেকেই কেরলের রাজধানীর নামকরণ হয়েছে।
ব্রহ্মপুরাণ, মৎস্যপুরাণ, বরাহপুরাণ, স্কন্দপুরাণ, পদ্মপুরাণ, বায়ুপুরাণ, ভাগবৎপুরাণ-সহ একাধিক প্রাচীন রচনায় এই দেবস্থানের উল্লেখ আছে। বিভিন্ন যুগে এর দায়িত্বে ছিল বিভিন্ন রাজপরিবার। গত কয়েকশো বছর ধরে মন্দিরের দায়িত্ব রয়েছে ত্রিবাঙ্কুরের রাজপরিবারের উপরে। আদিশেষ নাগের উপরে অনন্তশয়ানে বিষ্ণুর রূপ তাঁদের পরিবারের আরাধ্য দেবতা। বলা হয়, দ্রাবিড়ীয় এবং চেরা ঘরানায় নির্মিত এই মন্দিরে যা রাজঐশ্বর্য আছে, পৃথিবীতে ইতিহাস লেখা শুরু হওয়ার পরে সেই পরিমাণ সম্পদ আর কোথাও সঞ্চিত হয়নি।