শহর কলকাতায় গরম খানিকটা কমলেও স্বস্তি নেই দেশের অন্যান্য প্রান্তে। তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা-সহ উত্তর ভারতের। বিশ্বের ১৫টি উষ্ণ শহরের তালিকায় ঢুকে পড়েছে দেশের ১০টি শহর। তাপমাত্রার পারদ কোথায় কতটা চড়ছে? এ বছরে গরম কমার সম্ভবনা রয়েছে কি? সব প্রশ্নের উত্তর রয়েছে গ্যালারিতে।
দিন কয়েক ধরেই তীব্র তাপপ্রবাহে অস্বস্তি বে়ড়েছে রাজস্থানে। রবিবার রাজস্থানের চারু শহরে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট এল ডোরাডো জানিয়েছে, সে দিন চারুতে ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীগঙ্গানগর শহরের তাপমাত্রা ছিল ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সে দিন বিশ্বের উষ্ণতম শহর ছিল চারু।