সুরতের ওএনজিসি প্ল্যান্টে জ্বলছে আগুন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দাউ দাউ করে আগুন জ্বলে উঠল গুজরাতের সুরতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) প্ল্যান্টে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছিল। এই ভয়াবহ আগুনের জেরে পার্শ্ববর্তী এলাকাগুলি কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।
প্ল্যান্টের ভিতর একটি গ্যাস পাইপলাইন ফেটে যাওয়ার জেরেই এই আগুন লেগেছিল। পাইপ ফেটে যাওয়ায় বিস্ফোরণও হয়। যারা জেরে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ।প্ল্যান্টের ১০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। সুরতের কালেক্টর ধবল পটেল এ ব্যাপারে বলেছেন, ‘‘ভোর ৩টে নাগাদ পর পর তিনটে বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যে। তার পরই ছড়িয়ে পড়ে আগুন। এখনও অবধি কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকল বাহিনী রয়েছে।’’ ওএনজিসি-র অফিসাররাও সেখানে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
#WATCH Gujarat: A fire breaks out at an Oil and Natural Gas Corporation (ONGC) plant in Surat. Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/6xPKHW5PrR
— ANI (@ANI) September 23, 2020
ওএনজিসির তরফে জানানো হয়েছে, প্ল্যান্টের আগুন এখন নিয়ন্ত্রণে। এই আগুনের জেরে কারও প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
Big Blast with thunderous loud noise took place in #ONGC gas pipeline in #Surat early this morning. The nearby areas witnessed people coming out from their homes after the blast pic.twitter.com/MXmmalD4aH
— DD India (@DDIndialive) September 24, 2020
#Surat #ONGC massive fire.😐 Horrified with the sound heared after 3 am. pic.twitter.com/ZIPfGS7WY1
— shivangi chhaparia (@mesweetshivi) September 24, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy