Advertisement
০৫ নভেম্বর ২০২৪

লক্ষ্য এ বার সীতা মন্দির

দান সংগ্রহে ত্রিবেন্দ্র নিজেও বেরোবেন দেবপ্রয়াগ যাত্রায়। সন্ত ও ভক্তরা সেই যাত্রায় সামিল হতে চান বলে জানিয়েছেন তিনি।

পৌড়ী।

পৌড়ী।

সংবাদ সংস্থা  
দেহরাদূন শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ০২:৪৭
Share: Save:

অযোধ্যায় হবে রামের মন্দির। আর উত্তরাখণ্ডের পৌড়ীতে হবে সীতার। এই জেলার ফলস্বাড়ী গ্রামে সীতার পাতালপ্রবেশ ঘটেছিল বলে হিন্দুদের বিশ্বাস। পৌড়ীতে এখন চলছে শরদোৎসব। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্রসিংহ রাওয়ত সোমবার এখানে জানান, পুণ্যার্থী ও পর্যটকদের জন্য ‘সীতা মাতা সার্কিট’-এর কাজ শুরু হয়ে গিয়েছে। তারই অংশ হিসেবে পৌড়ীর ফলস্বাড়ীতে বিশাল সীতা মন্দির গড়ে তোলা হবে। তার জন্য এলাকার প্রত্যেক বাড়ি থেকে মন্দিরের জন্য একটি শিলাখণ্ড, খানিকটা জমি ও ১১ হাজার টাকা দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

দান সংগ্রহে ত্রিবেন্দ্র নিজেও বেরোবেন দেবপ্রয়াগ যাত্রায়। সন্ত ও ভক্তরা সেই যাত্রায় সামিল হতে চান বলে জানিয়েছেন তিনি। ত্রিবেন্দ্রর বিশ্বাস, ‘‘রাম ও সীতা মাতায় বিশ্বাস রাখেন যাঁরা, ফলস্বাড়ীর মন্দির ও সীতা মাতা সার্কিটের কাজ শেষ হলে, তাঁরা সকলেই আসবেন এখানে। এতে প্রভূত উন্নতি হবে পৌড়ীর।’’

অন্য বিষয়গুলি:

Pauri Uttarakhan Sita
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE