‘সপ্তপদী’ ছবির দৃশ্য।
মোটরবাইক আরোহীদের নয়া নিয়মবিধি চালু করল কেন্দ্রীয় সরকার। পিছনে বসা যাত্রীর জন্য মোটরবাইকের চালকের আসনের পিছনে রাখতে হবে হাত ধরার জায়গা। এছাড়াও আরও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে।
সেন্ট্রাল মোটর ভেহিকেলসের নিয়মবিধি (১৯৮৯) সংশোধন করে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে, বাইকে পিছনে বসা যাত্রীর নিরাপত্তার জন্য মোটরবাইকে ‘হ্যান্ডহোল্ড’ থাকতে হবে। বাইকের দু’পাশে থাকতে হবে পাদানি। পিছনের আসনে বসা যাত্রীর কাপ়ড পিছনের চাকায় জড়িয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য পিছনের চাকার অন্তত অর্ধেক অংশ ঢেকে দিতে হবে।
বাইকে অন্তত একটি লাগেজ বক্স রাখতে হবে। যার মাপ চওড়ায় সর্বাধিক ৫১০ মিলিমিটার এবং উচ্চতা ৫০০ মিলিমিটার হতে হবে। তবে পিছনের আসনের পাশে ওই লাগেজ বক্স থাকলে চালক ছাড়া অন্য কেউ ওই বাইকে চড়তে পারবেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy