জবলপুরে বেলাইন হয়ে পড়া গ্যাসবোঝাই ওয়াগন। ছবি: সংগৃহীত।
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। এ বার ঘটনাস্থল মধ্যপ্রদেশের জবলপুর। মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই দু’টি ওয়াগন বেলাইন হয়ে যায়। মালগাড়িটি একটি গ্যাস কারখানায় গ্যাস পৌঁছে দিচ্ছিল, সেই সময়ই বেলাইন হওয়ার ঘটনাটি ঘটে।
#WATCH | Two wagons of LPG rake of a goods train derailed while being placed for unloading last night in Shahpura Bhitoni, Jabalpur of Madhya Pradesh. Train movement is normal in main line. Restoration work started after sunrise in the presence of siding authorities. Fitness… pic.twitter.com/F2StcFHDFi
— ANI (@ANI) June 7, 2023
ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার দুঃসহ স্মৃতি এখনও অমলিন। তার মধ্যেই বড়সড় দুর্ঘটনা এড়াল অন্য একটি ট্রেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই একটি মালগাড়ি জবলপুরের ভারত পেট্রোলিয়াম ডিপোয় গ্যাস দিতে যাচ্ছিল। সেই সময় আচমকাই মালগাড়ির দু’টি গ্যাসভর্তি ওয়াগন বেলাইন হয়ে যায়। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনার খবর পেয়েই অকুস্থলের উদ্দেশে রওনা দেন রেলের আধিকারিকেরা। পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ভেহিকল। উদ্ধারকাজ চলছে জোরকদমে। বেলাইন হওয়ার ঘটনার হতাহতের কোনও খবর নেই। তবে কী কারণে ট্রেন বেলাইন হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy