গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত। এই ছবি ঘিরেই বিতর্ক। ছবি সৌজন্য টুইটার।
সরকারি বাসভবনে বসে ফাইলে সই করছেন তিনি। শুক্রবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের এমনই একটি ছবি প্রকাশ করেছে তাঁর দফতর। ছবিটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।
ঘটনাচক্রে প্রমোদ সবন্তের কোভিড পজিটিভ ধরা পড়েছে। গত ২ সেপ্টেম্বর থেকে তিনি নিভৃতবাসে রয়েছেন। বাড়ি থেকেই সরকারি কাজকর্ম চালাচ্ছেন। তেমনই একটি ছবি তাঁর দফতর থেকে প্রকাশ করা হয় শুক্রবার। সেই ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মাস্ক পরে রয়েছেন। কিন্তু মাস্ক থাকলেও কোভিড আক্রান্ত সবন্ত খালি হাতে ফাইল সই করছেন।
While doing photo op for @goacm tweet claiming that CM is working despite testing COVID +Ve @DrPramodPSawant is spreading d virus further through d files, which is handles without using gloves. No wonder, if Govt officers & staff using these files gets infected with virus pic.twitter.com/1zISqLZZxU
— Girish Chodankar (@girishgoa) September 4, 2020
এখানেই আপত্তি তুলেছে রাজ্য কংগ্রেস। গোয়া কংগ্রেসের সভাপতি গিরীশ চোরানকার মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেছেন, “কোভিডে আক্রান্ত হয়েও গ্লাভস না পরে কী ভাবে খালি হাতে ফাইলে সই করছেন তিনি? এই ফাইলগুলো যাঁদের হাতে যাবে তাঁরাও তো আক্রান্ত হতে পারেন।” এর পরই তাঁর মন্তব্য, “এ ছবি প্রকাশ করে মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন যে, কোভিডে আক্রান্ত হয়েও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন!” যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি প্রমোদ সবন্ত।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৮৬ হাজার! ৪০ লক্ষ ছাড়াল দেশের মোট আক্রান্ত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy